জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম নিউইয়র্কে
- প্রকাশের সময় : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ৪৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহীম ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র এসেছেন। বুধবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে তিনি স্বপরিবারে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রবাসী দিনাজপুরবাসী তাকে এক গুচ্ছ ফুল দিয়ে স্বাগত জানান। খবর ইউএনএ’র।
হুইপ ইকবালু রহীমকে স্বাগত জানাতে বিমানবন্দরে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুবলীগ নেতা মোশাররফ হোসেন, প্রবাসী দিনাজপুর জেলা সমিতির সভাপতি আনোয়ার আকবর প্রমুখ।
জানা গেছে, হুইপ ও সাবেক ছাত্রনেতা ইকবালুর রহীমের এবারের যুক্তরাষ্ট্র সফর ব্যক্তিগত হলেও তিনি দলীয় নেতা-কর্মীওদের সাথে মতবিনিময় এবং নিউইয়র্ক ছাড়াও অন্যান্য অঙ্গরাজ্য সফর করবেন।