নিউইয়র্ক: ‘জাতির জনক’, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আগামী ১৫ আগষ্ট শনিবার। দিনটি জাতীয় শোক দিবস। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। প্রতিবছরের মতো এবছরও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ মাসব্যাপাী নানা কর্মসূচীর ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাথে স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, দুই পুত্রবধু সহ আরো অনেকে। খবর ইউএনএ’র।
বাংলাদেশ সোসাইটি: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইন্্ক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবে বলে জানা গেছে। তবে দিবসটি পালন উপলক্ষ্যে সোসাইটি আয়োজিত কার্যকরী কমিটির সভায় কোরাম হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ২ আগষ্ট রোববার সোসাইটি কার্যালয়ে এই সভা আহ্বান করা হয়েছিলো। কিন্তু সভায় কোরাম না হওয়ায় জাতীয় শোক দিবস পালনের বিষয়টি চুড়ান্ত হয়নি। এব্যাপারে সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে সেলফোনে পাওয়া যায়নি। সোসাইটির অপরাপর শীর্ষ কর্মকর্তারাও এব্যাপারে মুখ খুলছেন না। কেউ বলছেন, ‘আমি সভায় যেতে পারিনি, কেউ বলছেন এব্যাপারে আমি কিছু জানি না’। সূত্র মতে, সোসাইটির গঠনতন্ত্রে দেশের জাতীয় দিবসগুলো পালন বা উদযাপনের কথা উল্লেখ রয়েছে। সেই হিসেবে বিগত কয়েক বছর ধরে সোসাইটির উদ্যোগে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবস পালিত হয়ে আসছে। এই ‘জাতীয় দিবস’ প্রশ্নেও অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,সোসাইটির গঠনতন্ত্রে ‘জাতীয় দিবস’ পালন বা উদযাপন বলতে মহান স্বাধীনতা ও বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস পালনকে বুঝানো হয়েছে। আওয়ামী লীগ ঘোষিত বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন নয়।
এদিকে বাংলাদেশ সোসাইটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: বাংলাদেশের স্থপতি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীতে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৫ আগষ্ট সন্ধ্যা ৭টায় সোসাইটি কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মিশন: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশন ১৫ আগষ্ট শনিবার অপরাহ্ন তিনটায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করবে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র অওয়ামী লীগ: জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পুরো আগষ্ট মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে দলের সকল শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া প্রার্থনা প্রভৃতি।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠিত হবে ১৫ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস্থ হাটবাজার মিলনায়তনে। সভায় প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উর আলম লেলিন এবং বিশেষ আলোচক থাকবেন জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আকতার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জাতীয় শোক দিবসের আলোচনা সভা সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ: বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি গ্রহণের লক্ষ্যে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ৯ আগষ্ট রোববার এক সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিন-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি যথাক্রমে কামাল আহমেদ, শেখ আতিকুল ইসলাম ও সৈয়দ আতিকুর রহমান, সাজ্জাদ হোসেন বাচ্চু এবং স্বীকৃতি বড়–য়া।
সভার শুরুতে ’৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে থাকবে ১৫ আগষ্ট প্রথম প্রহরে (রাত ১২টা এক মিনিট) জ্যাকসন হাইটসের খাবার বাড়ী প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১৫ আগষ্ট শনিবার বাদ আসর জ্যাকসন হাইটসের মোহম্মদী সেন্টারে দোয়া মাহফিল এবং সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগদান, ১৬ আগষ্ট রোববার সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে।
উক্ত কর্মসূচী সফল করতে নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ফ্লোরিডা আ.লীগ: ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষ্যে ফ্লোরিডা আওয়ামী লীগ আগামী ১৬ আগস্ট রোববার দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় ফোরাম প্লাজা, সানরাইজের মাহফিল রেষ্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এম ফজলুর রহমান, বিশেষ আলোচক থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ।
অনুষ্ঠানটি সফল করার জন্য ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সভাপতি আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীসহ মুজিব আদর্শের সকল প্রবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে নিউইয়কে সর্বজনীনভাবে ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর ৮০ তম মৃত্যুবাষিকী ‘জাতীয় শোক দিবস’ পালনের উদ্যোগ নিয়েরছন প্রবাসী বাঙালীরা। আগামী ১৪ আগস্ট শুক্রবার রাত ৯টা থেকে ১২:০১ মিনিট পর্যন্ত জ্যাকসন হাইটস্থ জুইস সেণ্টার (৭৭-১, ৭৭ স্ট্রিট এন্ড ৩৭ এ্যভেনিউ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকবে: বঙ্গবন্ধু সহ নিহতদের আতœার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা, বঙ্গবন্ধু হত্যার তাৎপয শীর্ষক সেমিনার ও আলোচনা, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন ভিক্তিক কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা এবং রাত বারোটা এক মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ। এই অনুন্ঠানে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, শরাফ সরকার, মুক্তিযোদ্ধা ডা. বাতেন, মুক্তিযোদ্ধা আর আমীন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক খসরু, মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, ফাহিম রেজা নূর ও জি এইচ আরজু।