জাতিসংঘ সদর দপ্তরের বিএনপি’র শান্তি সমাবেশ : ড. ইউনূসের প্রতি সমর্থন এবং অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবী
- প্রকাশের সময় : ১২:৩৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৫ বার পঠিত
বিশেষ প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার ত্যাগের ফসল। এজন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনূস সরকারের সফলতা কামনা করেন। অন্তর্বর্তী সরকারের উচিত বিগত স্বৈরাচারী সরকারের সকল লুটপাট ও দুর্নীতি দুঃশাসনের বিচার এবং নির্বাচনী সংস্কার সম্পন্ন করে যতো শীঘ্র সম্ভব নির্বাচনী তফসিল ঘোষণা করা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ম্যানহাটস্থ জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রফেসর ড. ইউনূসকে স্বাগত জানিয়ে বিএনপি আহুত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা
এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান।
শান্তি সমাবেশে অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন। সমাবেশে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, কানাডা বিএনপি (পশ্চিম)-এর সভাপতি আহাদ খন্দোকার, বিএনপি’র ফরেন এফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, ভার্জিনিয়া বিএনপি’র সভাপতি জহির খান, ফ্লোরিডা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চাকলাদার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জসীম উদ্দিন ভূইয়া, কাজী সাখওয়াত হোসেন আজম, ফিরোজ আহমদ, আব্দুল বাতেন প্রমুখ।
সমাবেশে উল্লেখযোগ্য অন্যান্য নেতা-কর্মীর মধ্যে ক্যালিফোর্নিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, কানেকটিকাট ষ্টেট বিএনপি’র সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হিমু, শিকাগো ষ্টেট বিএনপি’র সভাপতি মোহাম্মদ নান্টু, নিউ ইংল্যান্ড ষ্টেট বিএনপি’র সভাপতি বাদরে আলম সাইফুর, ম্যারিল্যান্ড ষ্টেট বিএনপি’র সভাপতি সাইদ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল, নিউজার্সী ষ্টেট বিএনপির (উত্তর) সভাপতি সৈয়দ জুবায়ের আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন পাঠান বাচ্চু, নিউজার্সী ষ্টেট (দক্ষিণ) বিএনপি’র সভাপতি সৈয়দ মোহাম্মদ কাওসার ও সাধারণ সম্পাদক রহমান বাবুল, ওয়াহিও ষ্টেট বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাবিব, পেলসিনভেনিয়া ষ্টেট বিএনপি’র সভাপতি শাহ ফরিদ, টেক্সাস ষ্টেট বিএনপি’র সভাপতি সৈয়দ সাহিদুল হক সাইদ, ওয়াশিংটন ষ্টেট বিএনপি’র সভাপতি হাফিজ খান সুহেল, ভারজিনিয় ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, খোরশেদ আলম, বিএনপি নেতা জাফর তালুকদার, আনোয়ার হোসেন, লিয়াকত আলী, নাসীর উদ্দিন, রিপন মিয়া, আনোয়ার জাহিদ, জিয়াউল হক মিশন, শরিফুল হক, খালিশদার, আব্দুর রহিম, ভিপি জসীম উদ্দিন, সোরবাব উদ্দিন, শাহ কামাল উদ্দিন, সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, সিদ্দিক পাটোয়ারী, আলমগীর হোসেন মৃধা, কাওসার দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতা ও বিএনপি’র উত্তর আমেরিকার সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে বৃটিশ এয়ারওয়েজ এর একটি ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্ট এসে পৌছিলে দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী স্বতষ্ফুর্তভাবে বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও বিএনপি’র ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউল আলম ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মকসুদ আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।