নিউইয়র্ক ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহাসমাবেশ আহ্বান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / ৭৬২ বার পঠিত

নিউইয়র্ক: পচিশে মার্চ-কে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসাবে পালনের দাবীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতিসংঘ ভবনের সামনে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মার্চ শনিবার নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ আহ্বান জানিয়েছেন। নেতৃদ্বয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের সকল প্রবাসী বাঙালীকেও উপস্থিত থেকে সমাবেশটি সফল করার অনুরোধ জানান। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, বাংলাদেশে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত ১১ মার্চ শনিবার জাতীয় সংসদে গৃহীত হয়েছে। ১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানী বাহিনীর হামলায় বহু বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব উঠে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব উত্থাপন করেন মহাজোট সরকারের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। পরে সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাকান্ড ছিল সবচেয়ে মর্মান্তিক।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় সংসদে ‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়ায় সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহ জাতীয় সংসদের স্পীকার, বিরোধীদলীয় নেতা এবং সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মহাসমাবেশ আহ্বান

প্রকাশের সময় : ১২:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭

নিউইয়র্ক: পচিশে মার্চ-কে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসাবে পালনের দাবীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জাতিসংঘ ভবনের সামনে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। আগামী ২৫ মার্চ শনিবার নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের সামানে দুপুর ১ ঘটিকার সময় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত মহাসমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ আহ্বান জানিয়েছেন। নেতৃদ্বয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের সকল প্রবাসী বাঙালীকেও উপস্থিত থেকে সমাবেশটি সফল করার অনুরোধ জানান। খবর ইউএনএ’র।
উল্লেখ্য, বাংলাদেশে ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করার প্রস্তাব গত ১১ মার্চ শনিবার জাতীয় সংসদে গৃহীত হয়েছে। ১৯৭১ সালের ২৫শে মার্চে পাকিস্তানী বাহিনীর হামলায় বহু বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব উঠে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব উত্থাপন করেন মহাজোট সরকারের শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। পরে সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের যত গণহত্যা হয়েছে তার মধ্যে বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাকান্ড ছিল সবচেয়ে মর্মান্তিক।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয় সংসদে ‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়ায় সংসদনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহ জাতীয় সংসদের স্পীকার, বিরোধীদলীয় নেতা এবং সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন।