নিউইয়র্ক ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
নাটোরে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলা

জড়িতদের অবিলম্বে দল থেকে বহিষ্কার, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ১০১ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও তার গাড়ী বহরের উপর নড়াইলে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল এবং দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই দাবী জানান। সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট উল্লেখিত সন্ত্রাসী হামলার নেপথ্যে জড়িত নড়াইল বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলে দাবী করেন। খবর ইউএনএ’র।
কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ সংবাদ সম্মেলনটির সভাপতিত্ব করেন। এসময় আব্দুল লতিফ সম্রাট সহ যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন।
নিউইয়র্ক: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট
সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট তার ও তার গাড়ী বহরের উপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, এলাকার গ্রামীণ এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি হয়ে গত ১৮ মে দুপুরে আমি মাত্র দুইজন সহযোগী নিয়ে ঢাকা থেকে নাড়াইলের কালিয়াতে রওনা হই। আমরা অনুষ্ঠান স্থলের কাছাকাছি পৌছার পর অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে কিছু লোক আমাকে এগিয়ে নেয়ার জন্য এলে আমরা অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে অতর্কিতভাবে আমাদের উপর নড়াইল বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নির্দেশে সন্ত্রাসীরা হামলার করে। এই সময় সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভাঙচুর এবং গাড়ী থেকে আমাকে বের করে আমার উপর শারীরিকভাবে প্রচন্ড আঘাত করে। পাশাপাশি সন্ত্রাসীরা আমার মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় দলীয় নেতা-কর্মীরা আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। সেখানে ডাক্তাররা আমার গুরুতর অবস্থা দেখে এবং আমার আমেরিকান প্রবাসীরা ঘটনাটি জানার পর আমাকে আমেরিকায় দ্রæত চিকিৎসা নেওয়ার অভিমত ব্যক্ত করেন। যার কারণে আমি দ্রæত আমেরিকা চলে আসি।
আব্দুল লতিফ সম্রাট আরো জানান, এই ঘটনা আমি লিখিতভাবে দলের কাছে অভিযোগ করে হামলাকারী জাহাঙ্গীর বিশ্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করা এবং প্রশাসনকে দ্রæত বিচার প্রক্রিয়া শেষ করে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছি। তিনি বলেন, ঘটনার ব্যাপারে মামলা করা হয়েছে।
বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট তার উপর হামলাকে প্রবাসী ও রেমিটেন্সযোদ্ধাদের উপর হামলা হিসেবে অভিমত প্রকাশ করেন। পাশাপাশি তিনি হামলার খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, বিএনপি নেতা এম এ বাসেত, ইঞ্জিনিয়ার এম এ খালেক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নাটোরে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলা

জড়িতদের অবিলম্বে দল থেকে বহিষ্কার, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

প্রকাশের সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

নিউইয়র্ক (ইউএনএ): কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও তার গাড়ী বহরের উপর নড়াইলে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে দল থেকে বহিষ্কার এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল এবং দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই দাবী জানান। সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট উল্লেখিত সন্ত্রাসী হামলার নেপথ্যে জড়িত নড়াইল বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলে দাবী করেন। খবর ইউএনএ’র।
কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ সংবাদ সম্মেলনটির সভাপতিত্ব করেন। এসময় আব্দুল লতিফ সম্রাট সহ যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন।
নিউইয়র্ক: সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আব্দুল লতিফ সম্রাট
সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ সম্রাট তার ও তার গাড়ী বহরের উপর হামলার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, এলাকার গ্রামীণ এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের অতিথি হয়ে গত ১৮ মে দুপুরে আমি মাত্র দুইজন সহযোগী নিয়ে ঢাকা থেকে নাড়াইলের কালিয়াতে রওনা হই। আমরা অনুষ্ঠান স্থলের কাছাকাছি পৌছার পর অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে কিছু লোক আমাকে এগিয়ে নেয়ার জন্য এলে আমরা অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে অতর্কিতভাবে আমাদের উপর নড়াইল বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নির্দেশে সন্ত্রাসীরা হামলার করে। এই সময় সন্ত্রাসীরা আমাদের গাড়ি ভাঙচুর এবং গাড়ী থেকে আমাকে বের করে আমার উপর শারীরিকভাবে প্রচন্ড আঘাত করে। পাশাপাশি সন্ত্রাসীরা আমার মোবাইল, মানিব্যাগ ও সাথে থাকা নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় দলীয় নেতা-কর্মীরা আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। সেখানে ডাক্তাররা আমার গুরুতর অবস্থা দেখে এবং আমার আমেরিকান প্রবাসীরা ঘটনাটি জানার পর আমাকে আমেরিকায় দ্রæত চিকিৎসা নেওয়ার অভিমত ব্যক্ত করেন। যার কারণে আমি দ্রæত আমেরিকা চলে আসি।
আব্দুল লতিফ সম্রাট আরো জানান, এই ঘটনা আমি লিখিতভাবে দলের কাছে অভিযোগ করে হামলাকারী জাহাঙ্গীর বিশ্বাসকে বিএনপি থেকে বহিষ্কার করা এবং প্রশাসনকে দ্রæত বিচার প্রক্রিয়া শেষ করে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছি। তিনি বলেন, ঘটনার ব্যাপারে মামলা করা হয়েছে।
বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট তার উপর হামলাকে প্রবাসী ও রেমিটেন্সযোদ্ধাদের উপর হামলা হিসেবে অভিমত প্রকাশ করেন। পাশাপাশি তিনি হামলার খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, বিএনপি নেতা এম এ বাসেত, ইঞ্জিনিয়ার এম এ খালেক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।