হককথা ডেস্ক : লং আইল্যান্ডের লেভিটটাউনের মনোরম পরিবেশে গত ২৮ মে রোববার অনুষ্ঠিত হলো মে মাসের ছড়াটে’র নিয়মিত মাসিক ছড়াড্ডা। এতে উল্লেখযোগ্য সংখ্যক শ্রোতার উপস্থিতিতে মজার মজার ছড়া পাঠ করে শোনান ছড়াকার শওকত রিপন, ছড়াকার মৃদুল আহমেদ ও ছড়াকার শামস চৌধুরী রুশো। শিশুশিল্পী সৌমিনীর মিষ্টিকন্ঠে ছড়াগান শুনে সবাই বিমোহিত হন।
আড্ডায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি ও আইনজীবী মোহাম্মদ আলী বাবুল, সাবিহা সুলতানা রিংকি, সাঈদা উদিতা, রোশনা শামস ললি ও কাওসার জাহান ধীরা। সকলে মজাদার ছড়াটে’র এই আয়োজনের প্রশংসা এবং এর প্রসার ও সাফলতা কামনা করেন। ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ হল’ এই গানটির মাধ্যমে মে মাসের ছড়াড্ডার সমাপ্তি টানা হয়। আগামী ছড়ড্ডাটি অনুষ্ঠিত হবে কুইন্সের জ্যামাইকার হিলসাইড এভিনিউতে। -প্রেস বিজ্ঞপ্তি
সুমি/হককথা