চবি বিশ্ববিদ্যালয় এলামনাই’র স্বাধীনতা দিবস উদযাপন

- প্রকাশের সময় : ১১:২৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৪৩২ বার পঠিত
নিউইয়র্কঃ ৭১’র ২৫ মার্চ কালো রাতের গণহত্যাকে আন্তজাতিক স্বীকৃতি আদায়ের আহবান জানিয়ে যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। এ উপলক্ষ্যে গত ৩১ মার্চ রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি এমলাক হোসেন ফয়সাল।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিক মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ সোলায়মান, স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ বদিউল আলম, সদস্য সচিব মোহাম্মদ খালেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সামছুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, ড. মোহাম্মদ আবুল কাশেম, সিনিয়র এলামনাই মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ড. মতিন, সমাজ কল্যাণ সম্পাদক তাসলিম নিপা, সিনিয়র সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন ও মোহাম্মদ আমির হোসেন কামাল, আমন্ত্রিত অতিথি মোহাম্মদ হেলাল উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ মাকসুদুর রহমান চৌধুরী, গোলাম মাহমুদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ কায়সার সরদার প্রমুখ।
সভায় একাত্তুরের বীর সন্তানদের স্মৃতি রক্ষায় যথাযথ উদ্যোগ গ্রহনেরও দাবী জানানো হয়। এছাড়া এসোসিয়েশনের বনভোজন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। -প্রেস বিজ্ঞপ্তি।