‘গিয়াস-তারেক’ এবং ‘টুকু-মুনির’ প্যানেলের মনোনয়নপত্র দাখিল

- প্রকাশের সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৩৪ বার পঠিত
হককথা রিপোর্ট: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ইনক (জেবিবিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৩) প্রতিদ্ব›িদ্বতারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ এ ভূইয়ার নেতৃত্বে প্রার্থীদের কেউ কেউ এককভাবে আবার যৌথভাবেও মনোনয়নপত্র দাখিল করেন। এসময় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে জাফর মিতা, আবু হেলেন হোসেন ও বেলায়েত হোসেন এবং জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ সহ কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে ‘গিয়াস-তারেক’ এবং ‘টুকু-মুনির’ প্যানেল হচ্ছে। ‘গিয়াস-তারেক’ থেকে সভাপতি পদে কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ এবং জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান এবং ‘টুকু-মুনির’ প্যানেল থেকে সভাপতি পদে জেবিবিএ’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুকু এবং সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী মুনির হাসান প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্যানেল দুটি থেকে জেবিবিএ’র কার্যকরী কমিটির ১৫টি পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৯ জানুয়ারী এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটার হচ্ছেন ৪২১জন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ এ ভূইয়া জানান, জেবিবিএ’র নির্বাচন ঘিরে সংগঠনের ১৫টি পদে মোট ৩০মনোনয়নপত্র জামাদান থেকে প্রার্থীদের কাছ থেকে মোট ৩০ হাজার ৪০০ ডলার আয় হয়েছে।