খোশ আমদেদ মাহে রমজান ॥ রোববার সৌদি আরবে চাঁদ দেখা গেছে : সোমবার থেকে মধ্যপ্রাচ্যেসহ উত্তর আমেরিকায় রোজা শুরু
- প্রকাশের সময় : ১২:১৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০১৬
- / ২৩৬৬ বার পঠিত
নিউইয়র্ক: ৫ জুন রোববার সৌদি আরবে চাঁদ দেখা গেছে। ফলে ৬ জুন সোমবার থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হচ্ছে বলে সংশ্লিষ্টরা ঘোষণা দিয়েছে। এদিকে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় একই সাথে অর্থাৎ সোমবার থেকে রোজা শুরু হচ্ছে। স্বাগতম মাহে রমজান, খোশ আমদেদ পবিত্র সিয়াম সাধনার মাস রমজান।
জানা গেছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট রোববার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে সোমবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে। এছাড়া ফিলিস্তিন, আরব আমিরাত ও জর্দানও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে সোমবার প্রথম রোজার দিন ঘোষণা করেছে। সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে রোজা শুরু ও ঈদ উদযাপিত হয়। সে হিসেবে ৭ জুন মঙ্গলবার বাংলাদেশে প্রথম রোজ হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে সোমবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডেকেছে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ওই বৈঠক থেকে বাংলাদেশে রোজা শুরুর দিন ঘোষণা করা হবে।
নিউইয়র্কে সোমবার থেকে রোজা শুরু হচ্ছে বলে জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) সূত্রে জানা গেছে। অপরদিকে ইসলামিক সেন্টার অব রলি’র সিদ্ধান্ত মোতাবেক সোমবার থেকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে রোজা শুরু হচ্ছে।
অপরদিকে সোমবার থেকে রোজা শুরুর ঘোষণায় রোববার থেকে মসজিদে মসজিদে শুরু হয়েছে তারাবীর নামাজ। এসব নামাজে খতমে কোরআন পাঠের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য মসজিদে মসজিদে নিয়োগ করা হয়েছে কোরআনে হাফেজ।
পবিত্র কোরআন-হাদিসের আলোকে আলেম-ওলামাদের মতে দিনের বেলায় পানাহার ও যৌন সংসর্গ থেকে বিরত থেকে পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করে থাকেন মুসলিমরা। এ সময় তারা মন্দ কাজ ও চিন্তা থেকেও বিরত থাকেন। এছাড়া তারাবিহ’র নামাজ আদায় ও কোরআন অধ্যায়নসহ এ মাসজুড়ে বেশি বেশি ইবাদত করে থাকেন মুসলিমরা। অনেকে ইতেকাফ (মসজিদে সার্বক্ষণিক ইবাদত) করে থাকেন। এ মাসেই অধিকাংশ মুসলমান যাকাত দিয়ে থাকেন।