কেন্দ্রীয় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্তরাষ্ট্র যুবদলের অভিনন্দন
- প্রকাশের সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
- / ৭০০ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুকে যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী নীরব-টুকুকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র যুবদল নেতা আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভুঁইয়া ও হামিদুর রহমান যুক্তরাষ্ট্র যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃদ্বয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। গত ১১ ফেব্রুয়ারী শনিবার তারা ঢাকায় তাদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মতবিনিময় করেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রবাসে যুক্তরাষ্ট্র যুবদলের কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য প্রবাসী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।