কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও উত্তর আমেরিকা সফরে আসছেন

- প্রকাশের সময় : ০৯:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ৫৮৬ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও উত্তর আমেরিকা সফরে আসছেন। আগামী ২০ জুলাই শুক্রবার তিনি বাংলাদেশ থেকে নিউইয়র্কে এসে পৌছবেন বলে প্রবাসী বাঙালী খ্রীষ্টান এসোসিয়েশন ইউএসএ সূত্রে জানা গেছে।
জানা গেছে, কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও প্রথম বাংলাদেশী যিনি কার্ডিনাল পদে অধিষ্ঠিত হয়েছেন। ১৯১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি এই পদে অধিষ্ঠিত হন। তাঁর জন্ম ১৯৪৩ সালের ১ আগষ্ট বরিশালে। খবর ইউএনএ’র।
উত্তর আমেরিকা সফরকালীন সময় তিনি আমেরিকার বিভিন্ন রোমান ক্যাথলিক মন্ডলী ও মেষদের তত্ত্বাবধান করবেন। তাঁর আগমন উপলক্ষ্যে আমেরিকান বাংলাদেশী খ্রীষ্টান কমিউনিটিতে সাড়া পড়েছে। এদিকে প্রবাসী বাঙালী খ্রীষ্টান এসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে তাঁকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২২ জুলাই রোববার বিকেল ৫টায় নিউইয়র্কের সানিসাইডের কুইন্স অব এঞ্জেলস চার্চে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। সভাটি সফল করতে এসোসিয়েশনের সভাপতি যোশেফ বিকাশ ডি’ কস্তা ও সাধারণ সম্পাদক ম্যাথিয়াস বাবুল রোজারিও এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডেভীড সরকার সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।