কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও নিউইয়র্কে
- প্রকাশের সময় : ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
- / ৭৬৫ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): রোমান ক্যাথলিক মন্ডলীর প্রথম বাঙালী কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও নিরাপদে এবং সুস্থ শরীরে নিউইয়র্কে এসে পৌছেছেন। তিনি কাতার এয়ারওয়েজ ছজ৭০৩ ফ্লাইটে শুক্রবার (২০ জুলাই) সকাল ৮:৪০ মিনিটে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। খবর ইউএনএ’র।
বিমানবন্দরে কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকার প্রথম বাঙালী ফাদার স্টেনলী গমেজ আদী এবং ফাদার ফ্রাঞ্চিস সুনিল রোজারিও সহ প্রবাসী বাঙালী খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি যোশেফ বিকাশ ডি’ কস্তা, সহ সভাপতি পাট্রিক রোজারীও, সাধারণ সম্পাদক ম্যাথিয়াস রোজারীও বাবুল, মিসেস প্রভা গঞ্জালভেস, দিলিপ গমেজ, ডেরিক পিনেরু, মিসেস চিত্রা রোজারিও এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের ফ্রাঞ্চিস ফলিয়া, পলাশ রোজারিও প্রমুখ। হাসিখুশি অমায়িক মিষ্টভাষী প্রথম বাঙালী কার্ডিনাল-কে প্রনামে, চুম্বনে ও ফুল-মালায় বরনণকরা হলে তিনি উপস্থিত সকলকে আশীর্বচন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে প্রভা গঞ্জালভেস, ফ্রাঞ্চিস ফলিয়া এবং পলাশ রোজারীও উপস্থিত সকলকে পুলীপিঠা, বিস্কুট, চা-কফি পরিবেশন আপ্যায়িত করান। পরে কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও ফাদার ষ্ট্যানলী গমেজ আদীর যাজকীয় গৃহে গমন করেন।
উত্তর আমেরিকা সফরকালীন সময় কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও আমেরিকার বিভিন্ন রোমান ক্যাথলিক মন্ডলী ও মেষদের তত্ত্বাবধান করবেন। তাঁর আগমন উপলক্ষ্যে আমেরিকান বাংলাদেশী খ্রীষ্টান কমিউনিটিতে সাড়া পড়েছে। এদিকে প্রবাসী বাঙালী খ্রীষ্টান এসোসিয়েশন ইউএসএ’র উদ্যোগে তাঁকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হয়েছে। রোববার (২২ জুলাই) বিকেল ৫টায় নিউইয়র্কের সানিসাইডের কুইন্স অব এঞ্জেলস চার্চে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। সভাটি সফল করতে এসোসিয়েশনের সভাপতি যোশেফ বিকাশ ডি’ কস্তা ও সাধারণ সম্পাদক ম্যাথিয়াস বাবুল রোজারিও এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ডেভীড সরকার সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও প্রথম বাংলাদেশী যিনি কার্ডিনাল পদে অধিষ্ঠিত হয়েছেন। ১৯১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি এই পদে অধিষ্ঠিত হন। তাঁর জন্ম ১৯৪৩ সালের ১ আগষ্ট বরিশালে।