নিউইয়র্ক ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

করোনা পরিস্থিতি : নিউইয়র্কে দু’টি বাদে সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • / ৩৫৫ বার পঠিত

হককথা ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটনায় নিউইয়র্ক লকডাউন হওয়ার পরে ১৫টি বাংলা ভাষার পত্রিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশক ও সম্পাদকরা। তবে কোন কোন পত্রিকা অনলাইন ভার্সন চালু রাখবে। অপরদিকে করোনা আক্রান্ত এই দুর্যোগের সময়েও সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা সঙ্করণ ও নতুন প্রকাশিত সাপ্তাহিক নবযুগ নিয়মিতভাবে সপ্তাহের প্রতি শুক্রবার প্রকাশিত হবে বলে পত্রিকা দুটির সম্পাদকদ্বয় জানিয়েছেন। এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্য লকডাউন ঘোষণা করা হলেও সরকারীভাবে পত্রিকা বন্ধের কোনো নির্দেশনা নেই।
অপরদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রাচীন ৯টি পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘এডিটর কাউন্সিল’ গত শনিবার (২১ মার্চ) ঘোষিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকাগুলোর মধ্যে রয়েছেছে- সাপ্তাহিক ঠিকানা, বাঙালী, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং সাপ্তাহিক প্রবাস।
প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনো দুর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রেস বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকা প্রকাশিত হবে। সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সকল মসজিদ-মন্দিরও বন্ধ। গ্রোসারি দোকানগুলো এখনো খোলা। সেখানে আমরা নিজেরা পত্রিকা পৌঁছে দেবো। বৃদ্ধ মানুষসহ অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনুরোধ করেছেন।
সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমাদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারও নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ হবে এবং আমাদের পাঠকের কাছেও আমরা পৌঁছে দেব। এর মধ্যে প্রশাসন থেকে পত্রিকা বন্ধের কোনো ঘোষণা না আসলে আমাদের পত্রিকাও প্রকাশ হবে।
উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার (২৩মার্চ) প্রকাশিত হয়নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয়নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক পরিচয়। তবে এসব পত্রিকার অনলাইন ভার্সন প্রকাশিত হয়েছে। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, রানার, বাংলাদেশ প্রতিদিন ও নতুন শিকড় প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

করোনা পরিস্থিতি : নিউইয়র্কে দু’টি বাদে সব বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০৪:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

হককথা ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটনায় নিউইয়র্ক লকডাউন হওয়ার পরে ১৫টি বাংলা ভাষার পত্রিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশক ও সম্পাদকরা। তবে কোন কোন পত্রিকা অনলাইন ভার্সন চালু রাখবে। অপরদিকে করোনা আক্রান্ত এই দুর্যোগের সময়েও সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা সঙ্করণ ও নতুন প্রকাশিত সাপ্তাহিক নবযুগ নিয়মিতভাবে সপ্তাহের প্রতি শুক্রবার প্রকাশিত হবে বলে পত্রিকা দুটির সম্পাদকদ্বয় জানিয়েছেন। এদিকে নিউইয়র্ক অঙ্গরাজ্য লকডাউন ঘোষণা করা হলেও সরকারীভাবে পত্রিকা বন্ধের কোনো নির্দেশনা নেই।
অপরদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রাচীন ৯টি পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘এডিটর কাউন্সিল’ গত শনিবার (২১ মার্চ) ঘোষিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকাগুলোর মধ্যে রয়েছেছে- সাপ্তাহিক ঠিকানা, বাঙালী, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং সাপ্তাহিক প্রবাস।
প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনো দুর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রেস বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকা প্রকাশিত হবে। সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সকল মসজিদ-মন্দিরও বন্ধ। গ্রোসারি দোকানগুলো এখনো খোলা। সেখানে আমরা নিজেরা পত্রিকা পৌঁছে দেবো। বৃদ্ধ মানুষসহ অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনুরোধ করেছেন।
সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমাদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারও নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ হবে এবং আমাদের পাঠকের কাছেও আমরা পৌঁছে দেব। এর মধ্যে প্রশাসন থেকে পত্রিকা বন্ধের কোনো ঘোষণা না আসলে আমাদের পত্রিকাও প্রকাশ হবে।
উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার (২৩মার্চ) প্রকাশিত হয়নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয়নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক পরিচয়। তবে এসব পত্রিকার অনলাইন ভার্সন প্রকাশিত হয়েছে। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, রানার, বাংলাদেশ প্রতিদিন ও নতুন শিকড় প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে।