করোনায় নিউইয়র্কে বাংলাদেশী ডা. তৌফিক ইসলামের ইন্তেকাল

- প্রকাশের সময় : ১০:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ২৭ বার পঠিত
হককথা রিপোর্ট: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরও একজন বাংলাদেশী-আমেরিকান ডাক্তারের মৃত্যু ঘটলো। তার নাম তৗফিকুল ইসলাম (এমডি)। তার ডাক নাম ধিলন। কমিউনিটির অতি প্রিয় মুখ ডা. তৗফিকুল ইসলাম লং আইল্যান্ডের নর্থ শোর এলএইজে হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপার্সন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ ডিসেম্বর) স্থানীয় সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬১ বছর। তিনি স্ত্রী এবং সন্তান রেখে গেছেন।
জানা গেছে, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (বিএমএনএ)-এর সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূইয়া ধিলন গত ১০/২২ দিন যাবত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী ডা. নাঈমা ভূইয়া একজন ডেন্টিস। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।