নিউইয়র্ক ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কমিউনিটির বনভোজন সমাচার : স্পটে নানা অনিয়মে আর্থিক দন্ড ॥ ৫-৭শ মানুষের অংশগ্রহণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
  • / ৩৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সামার (গ্রীষ্মকাল) ঘিরে জমে উঠেছে প্রবাসী বাংলাদেশ দেন বনভোজন আয়োজন। কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগ ও আয়োজনে অনুষ্টিত হচ্ছে বনভোজন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সী, কানেকটিকাট, পেনসেলভেনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যে আয়োজিত হচ্ছে বনভোজন। বিশেষ করে নিউইয়র্কে কয়েক লাখ বাংলাদেশীর বসবাসের ফলে এখানে উকেন্ড ছাড়াও উইকডে-তেও বনভোজন আয়োজিত হচ্ছে। ব্যক্তিগত বা পারিবারিকভাবেও আয়োজিত হচ্ছে ছোট আকারের বনভোজন। বড় বড় বনভোজনে ৫০০ থেকে ৭০০ মানুষের সমাবেশ ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে নিউইয়র্কের বিভিন্ন স্থানে বনভোজন আয়োজনে স্পটে নানা অনিয়মের ফলে বিব্রত অবস্থায় পড়ছেন আয়োজক কর্মকর্তা সহ অংশগ্রহণকারীরা। নিউইয়র্কের পার্ক বিভাগের আইন মোতাবেক কোন পার্কে কতজন অংশগ্রহণকারী যোগ দেবেন বা কত গাড়ী পার্কি হবে, কোথায় খাওয়া যাবে, কোথায় খাওয়া যাবে না, কোথায় সাউন্ড সিস্টেম বাজানো যাবে কি যাবে না এমন সব নিয়ম-কানুন পুরোপুরি না জেনেই বা কোন কোন সংগঠন বা আয়োজকরা তা গোপন রাখায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে বনভোজন স্পটে।
অপরদিকে গ্রীষ্মকালের বনভোজন মৌসুমে জমে উঠেছে রেষ্টুরেন্ট ব্যবসার। জ্যামাইকার সাগর, ঘরোয়া, পানসী, জ্যাকসন হাইটসের খাবার বাড়ী, ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ প্রভৃতি রেষ্টুরেন্টের খাবারই বেশী সরবরাহ হচ্ছে এবারের বনভোজন অনুষ্ঠানে।
জানা গেছে, সম্প্রতি এক সংগঠনের বনভোজনে ৭ শতাধিক লোকের সমাবেশ ঘটে। বনভোজনের সবকিছু ঠিকঠাক থাকলেও পার্ক পুলিশের চোখে ধরা পড়ে অতিরিক্ত লোকের। সেই সাথে সমস্যা দেখা দেয় গাড়ী পার্কি নিয়ে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা বনভোজন আয়োজক কর্মকর্তাদের ডেকে পাঠান। শুরু হয় দেন-দরবার। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আর্থিক দন্ডের মাধ্যমে উদ্ধুত সমস্যার সমাধান করা হয়।
গত সপ্তাহের উইকেন্ডে নিউইয়র্কের অন্তত ১০-১২টি সংগঠনের আয়োজনে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে উল্লেযোগ্য সংগঠনগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যারয এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকার ২১ জুলাই রোববার কুইন্সের কানিংহাম পার্কে, ময়মনসিংহ এব্রড ইউএসএ ২১ জুলাই রোববার হেকশেয়ার ষ্টেট পার্কে, নংসিংদী জেলা সমিতি ইউএসএ ২১ জুলাই রোববার হেকশেয়ার ষ্টেট পার্কে, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ২১ জুলাই রোববার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে বরভোজনের আয়োজন করে।
চলতি সপ্তাহের উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ২৮ জুলাই রোববার এফডিআর ষ্টেট পার্কে বনভোজন আয়োজন করবে বলে জানা গেছে। এছাড়াও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন ও মিলন মেলা আগামী ২৫ আগষ্ট রোববার লং আইল্যান্ডের হেকশেয়ার ষ্টেট পার্কে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিস্টরা জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

কমিউনিটির বনভোজন সমাচার : স্পটে নানা অনিয়মে আর্থিক দন্ড ॥ ৫-৭শ মানুষের অংশগ্রহণ

প্রকাশের সময় : ০৮:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯

বিশেষ প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সামার (গ্রীষ্মকাল) ঘিরে জমে উঠেছে প্রবাসী বাংলাদেশ দেন বনভোজন আয়োজন। কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগ ও আয়োজনে অনুষ্টিত হচ্ছে বনভোজন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সী, কানেকটিকাট, পেনসেলভেনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যে আয়োজিত হচ্ছে বনভোজন। বিশেষ করে নিউইয়র্কে কয়েক লাখ বাংলাদেশীর বসবাসের ফলে এখানে উকেন্ড ছাড়াও উইকডে-তেও বনভোজন আয়োজিত হচ্ছে। ব্যক্তিগত বা পারিবারিকভাবেও আয়োজিত হচ্ছে ছোট আকারের বনভোজন। বড় বড় বনভোজনে ৫০০ থেকে ৭০০ মানুষের সমাবেশ ঘটছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে নিউইয়র্কের বিভিন্ন স্থানে বনভোজন আয়োজনে স্পটে নানা অনিয়মের ফলে বিব্রত অবস্থায় পড়ছেন আয়োজক কর্মকর্তা সহ অংশগ্রহণকারীরা। নিউইয়র্কের পার্ক বিভাগের আইন মোতাবেক কোন পার্কে কতজন অংশগ্রহণকারী যোগ দেবেন বা কত গাড়ী পার্কি হবে, কোথায় খাওয়া যাবে, কোথায় খাওয়া যাবে না, কোথায় সাউন্ড সিস্টেম বাজানো যাবে কি যাবে না এমন সব নিয়ম-কানুন পুরোপুরি না জেনেই বা কোন কোন সংগঠন বা আয়োজকরা তা গোপন রাখায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে বনভোজন স্পটে।
অপরদিকে গ্রীষ্মকালের বনভোজন মৌসুমে জমে উঠেছে রেষ্টুরেন্ট ব্যবসার। জ্যামাইকার সাগর, ঘরোয়া, পানসী, জ্যাকসন হাইটসের খাবার বাড়ী, ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ প্রভৃতি রেষ্টুরেন্টের খাবারই বেশী সরবরাহ হচ্ছে এবারের বনভোজন অনুষ্ঠানে।
জানা গেছে, সম্প্রতি এক সংগঠনের বনভোজনে ৭ শতাধিক লোকের সমাবেশ ঘটে। বনভোজনের সবকিছু ঠিকঠাক থাকলেও পার্ক পুলিশের চোখে ধরা পড়ে অতিরিক্ত লোকের। সেই সাথে সমস্যা দেখা দেয় গাড়ী পার্কি নিয়ে। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারীরা বনভোজন আয়োজক কর্মকর্তাদের ডেকে পাঠান। শুরু হয় দেন-দরবার। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে আর্থিক দন্ডের মাধ্যমে উদ্ধুত সমস্যার সমাধান করা হয়।
গত সপ্তাহের উইকেন্ডে নিউইয়র্কের অন্তত ১০-১২টি সংগঠনের আয়োজনে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে উল্লেযোগ্য সংগঠনগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যারয এলামনাই এসোসিয়েশন, নর্থ আমেরিকার ২১ জুলাই রোববার কুইন্সের কানিংহাম পার্কে, ময়মনসিংহ এব্রড ইউএসএ ২১ জুলাই রোববার হেকশেয়ার ষ্টেট পার্কে, নংসিংদী জেলা সমিতি ইউএসএ ২১ জুলাই রোববার হেকশেয়ার ষ্টেট পার্কে, কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ২১ জুলাই রোববার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে বরভোজনের আয়োজন করে।
চলতি সপ্তাহের উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি অব ইউএসএ ২৮ জুলাই রোববার এফডিআর ষ্টেট পার্কে বনভোজন আয়োজন করবে বলে জানা গেছে। এছাড়াও প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন ও মিলন মেলা আগামী ২৫ আগষ্ট রোববার লং আইল্যান্ডের হেকশেয়ার ষ্টেট পার্কে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিস্টরা জানান।