কমিউনিটির পরিচিত মুখ নিয়ামুল করীম আর নেই
																
								
							
                                - প্রকাশের সময় : ০৬:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬
 - / ২৯০৮ বার পঠিত
 
নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক আপ্যায়ন সম্পাদক নিয়ামুল করীম (৫৪) আর নেই (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। ২৭ এপ্রিল বুধবার বিকেল চারটার দিকে তিনি ফ্লাসিংস্থ একটি নার্সিং হোমে চিকিৎসাধীন থাকাবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বৃদ্ধা মা, স্ত্রী ও দুই পুত্রসহ অনেক আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান। তিনি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সন্তান। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের জ্যামাইকায় বাস করছিলেন।
নিয়ামুল করীম দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন এবং লং আইল্যান্ড জুইস হাসপাতালের এমআইসিইউ-এ চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তাকে নার্সিং হোমে স্থানান্তর করা হয়। তিনি কিডনী ও হার্টসহ শারীরিক নানা জটিল সমস্যায় ভুগছেন।
জানা গেছে, গত ৯ মার্চ বুধবার তিনি বুকে মারাত্বক ব্যাথা অনুভব করলে ঐদিন তাকে লং আইল্যান্ড জুইস হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে একই হাপাতালের এমআইসিইউ-এ স্থানান্তর করা হয়। তিনি এমআইসিইউ-তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তিনি কথা বলতে পারছিলেন না।
ব্যক্তিগত জীবনে সদালাপি নিয়ামুল করীম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ইয়েলো সোসাইটির সাথেও জড়িত ছিলেন। ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক উপদেষ্টা। সুস্থ্য থাকাকালীন তিনি অটো রিপেয়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন।
শোক প্রকাশ: কমিউনিটির পরিচিত মুখ নিয়ামুল করীমের অকাল মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ শেখ সিরাজুল ইসলাম গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আতœার শান্তি কামনা এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়া কসবা সোসাইটি ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি একেএম সফিকুল ইসলাম নিয়ামুল করীমের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। গভীর শোক প্রকাশ করেছেন মরহুমের ঘনিষ্ট বন্ধু আনিসুর রহমান।  
																			

















