কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং টম নাগোরস্কির মধ্যে বৈঠক
- প্রকাশের সময় : ১২:২৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৭৭ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ১৯ সেপ্টেম্বর এশিয়া সোসাইটির নির্বাহী প্রেসিডেন্ট টম নাগোরস্কির সঙ্গে তাঁর নিউইয়র্কস্থ অফিসে একটি সৌজন্য বৈঠক করেন। উল্লেখ্য, জন. ডি. রকফেলার কর্তৃক ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এশিয়া সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষামূলক প্রতিষ্ঠান যার আমেরিকার বাইরে ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলোতে অফিস রয়েছে। সাক্ষাতকালে টম নাগোরস্কি বাংলাদেশের কনসাল জেনারেল হিসাবে নিয়োগ লাভের জন্য সাদিয়া ফয়জুননেসাকে আন্তরিক অভিনন্দন এবং সাদর অভ্যর্থনা জানান। কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা এশিয়া সোসাইটির নির্বাহী প্রেসিডেন্টকে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নের্তৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবগত করেন। এছাড়াও তিনি এশিয়া সোসাইটি কর্তৃক বিশ্ব শিক্ষা, সংস্কৃতিক ও ব্যবসায়িক ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা ও সুদৃঢ়বন্ধন তৈরীর ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন। কনসাল জেনারেল ২১ ফেব্রুয়ারীর ইতিহাস এবং ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে এর স্বীকৃতির বিষয়ে এশিয়া সোসাইটিকে অবগত করেন। এছাড়াও তিনি বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার বিষয়ে তাঁকে অবহিত করেন।
কনসাল জেনারেল সেমিনার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এশিয়া সোসাইটির সঙ্গে যৌথভাবে পালনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মিজ সাদিয়া ফয়জুননেসা এশিয়া সোসাইটিকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন’ বইটি উপহার হিসেবে প্রদান করেন। উক্ত সাক্ষাতকালে কনস্যুলেট জেনারেল এর কাউন্সেলর মিজ আয়েশা হক উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।