নিউইয়র্ক ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওকাসিও’র অফিসে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তি আটক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
  • / ২৮৮ বার পঠিত

হককথা ডেস্ক: নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের জ্যাকসন হাইটস অফিসে বেআইনী অনুপ্রবেশ ও গোলযোগ সৃষ্টির দায়ে নিউইয়র্ক সিটি পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ওয়াশিংটন ডিসি’র অধিবাসী এবং ২৭ বছর বয়সী তার নাম দউয়ালা হাশি। সে কংগ্রেসওম্যানের কোন পরিচিত কেউ নন। গত ১৫ জুন শনিবারের এই ঘটনার সময় ওকাসিও ওয়াশিংটনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল সাড়ে চারটার দিকে হাশি জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রীটে ওকাসিও’র অফিস ভবনে জোর করে ঢুকতে গেলে সিকিউরিটির লোকদের সাথে তার বচসা হয়। সিকিউরিটির বাধা না মেনেই হাশি তিন তলায় উঠে গেলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দেখে হাশি একটি ফায়ার এক্সিটিংগুইশার খুলে হাতে নেন। তার মনস্তাত্ত্বিক অবস্থা পর্যালোচনার জন্য পুলিশ হাশিকে গ্রেফতার করে তাকে এলমহার্স্ট হাসপাতালে প্রেরণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ওকাসিও’র অফিসে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তি আটক

প্রকাশের সময় : ০৯:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯

হককথা ডেস্ক: নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের জ্যাকসন হাইটস অফিসে বেআইনী অনুপ্রবেশ ও গোলযোগ সৃষ্টির দায়ে নিউইয়র্ক সিটি পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ওয়াশিংটন ডিসি’র অধিবাসী এবং ২৭ বছর বয়সী তার নাম দউয়ালা হাশি। সে কংগ্রেসওম্যানের কোন পরিচিত কেউ নন। গত ১৫ জুন শনিবারের এই ঘটনার সময় ওকাসিও ওয়াশিংটনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল সাড়ে চারটার দিকে হাশি জ্যাকসন হাইটস ৭৪ স্ট্রীটে ওকাসিও’র অফিস ভবনে জোর করে ঢুকতে গেলে সিকিউরিটির লোকদের সাথে তার বচসা হয়। সিকিউরিটির বাধা না মেনেই হাশি তিন তলায় উঠে গেলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দেখে হাশি একটি ফায়ার এক্সিটিংগুইশার খুলে হাতে নেন। তার মনস্তাত্ত্বিক অবস্থা পর্যালোচনার জন্য পুলিশ হাশিকে গ্রেফতার করে তাকে এলমহার্স্ট হাসপাতালে প্রেরণ করেছে।