নিউইয়র্ক ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন’র আতপ্রকাশ : স্কুল সাপ্লাই বিতরণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • / ৫৩৮ বার পঠিত

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির আগামী শিক্ষা বছরের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করেছে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’। এ উপলক্ষ্যে ২৯ আগষ্ট শনিবার বিকেলে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ কাঠালবাগান রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোনে কুনু। অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় কন্ঠশিল্পী রথীন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আব্দুল মুকিত চৌধুরী ও কাজী আজহারুল ইসলাম মিলন, কমিউনিটি নেতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, ফুলতলী ইসলামিক সেন্টারের সভাপতি এম এ বারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ আব্দুর রহীম হাওলাদার ও দোহার সমিতির সভাপতি হাফিজুর রহমান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আতœপ্রকাশ করলো ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’।
A-H 16 Dream Foundation-2অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা সাব্বির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক মিজানুর রহমান মিজান। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে আলী হোসেন ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য’র পাশাপাশি তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, দীর্ঘদিন প্রবাসে বসবাস করলেও কমিউনিটি এবং দেশের মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’ প্রতিষ্ঠার উদ্যোগ নেই। সমাজসেবী বাবার পথ অনুসরণ করেই তার নামের আদ্যাক্ষরের সাথে বাংলাদেশ বিজয়ের ঐতিহাসিক ১৬ ডিসেম্বরের ১৬ তারিখের সমন্বয় করে ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। ১৬ জন বিশিষ্ট ব্যক্তি থাকবেন এই ফাউন্ডেশন পরিচালনার দায়িত্বে। তিনি বলেন, নিউইয়র্কে স্কুল সাপ্লাই বিতরণের মধ্য দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। আগামী দিনে ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও আর্থিকভাবে গরীব মানুষদের সাহায্য করা হবে। পালন করা হবে মহান বিজয় দিবস। এছাড়া সমাজকর্মে বিশেষ অবদান রাখার জন্য প্রবাসের একজন বিশিষ্ট ব্যক্তিকে ‘ক্রেস্ট’ প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। ফাউন্ডেশন পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ২০/২৫ ধরে প্রবাসে থেকেও যা করতে পারিনি নিরবে-নিভৃতে বসবাসকারী আলী হোসেন তার পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা আমাদের পথ দেখাবে। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর পরই ছোট পরিসরে হলেও শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী দিয়ে আলী হোসেন আমাদের ঋণী করলেন। বক্তারা আলী হোসেননকে একজন ‘সমাজকর্মী ও কমিউনিটি নেতা’ আখ্যায়িত করেন এবং তার পথ অনুসরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
পরে ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই’র সামগ্রী বিতরণ করা হয়।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, স্মার্ট একাডেমীর চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল বোরহান উদ্দিন হাওলাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাফর চৌধুরী সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’র প্রতিষ্ঠাতা নিউইয়র্কের জ্যামকাইকায় বসবাসকারী আলী হোসেন ঢাকার কেরানীগঞ্জের সন্তান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন’র আতপ্রকাশ : স্কুল সাপ্লাই বিতরণ

প্রকাশের সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির আগামী শিক্ষা বছরের অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করেছে সদ্য প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’। এ উপলক্ষ্যে ২৯ আগষ্ট শনিবার বিকেলে জ্যামাইকার পারসন্স বুলেভার্ডস্থ কাঠালবাগান রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কের সভাপতি আজমল হোনে কুনু। অনুষ্ঠানে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক প্রবাসী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় কন্ঠশিল্পী রথীন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আব্দুল মুকিত চৌধুরী ও কাজী আজহারুল ইসলাম মিলন, কমিউনিটি নেতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফখরুল আলম, ফুলতলী ইসলামিক সেন্টারের সভাপতি এম এ বারী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ আব্দুর রহীম হাওলাদার ও দোহার সমিতির সভাপতি হাফিজুর রহমান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আতœপ্রকাশ করলো ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’।
A-H 16 Dream Foundation-2অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা সাব্বির আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট উপস্থাপক মিজানুর রহমান মিজান। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে আলী হোসেন ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য’র পাশাপাশি তার স্বপ্নের কথা বলতে গিয়ে বলেন, দীর্ঘদিন প্রবাসে বসবাস করলেও কমিউনিটি এবং দেশের মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’ প্রতিষ্ঠার উদ্যোগ নেই। সমাজসেবী বাবার পথ অনুসরণ করেই তার নামের আদ্যাক্ষরের সাথে বাংলাদেশ বিজয়ের ঐতিহাসিক ১৬ ডিসেম্বরের ১৬ তারিখের সমন্বয় করে ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে। ১৬ জন বিশিষ্ট ব্যক্তি থাকবেন এই ফাউন্ডেশন পরিচালনার দায়িত্বে। তিনি বলেন, নিউইয়র্কে স্কুল সাপ্লাই বিতরণের মধ্য দিয়ে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। আগামী দিনে ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও আর্থিকভাবে গরীব মানুষদের সাহায্য করা হবে। পালন করা হবে মহান বিজয় দিবস। এছাড়া সমাজকর্মে বিশেষ অবদান রাখার জন্য প্রবাসের একজন বিশিষ্ট ব্যক্তিকে ‘ক্রেস্ট’ প্রদানের মাধ্যমে সম্মানিত করা হবে। ফাউন্ডেশন পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ২০/২৫ ধরে প্রবাসে থেকেও যা করতে পারিনি নিরবে-নিভৃতে বসবাসকারী আলী হোসেন তার পিতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজকর্মে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা আমাদের পথ দেখাবে। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর পরই ছোট পরিসরে হলেও শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ কর্মসূচী দিয়ে আলী হোসেন আমাদের ঋণী করলেন। বক্তারা আলী হোসেননকে একজন ‘সমাজকর্মী ও কমিউনিটি নেতা’ আখ্যায়িত করেন এবং তার পথ অনুসরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
পরে ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই’র সামগ্রী বিতরণ করা হয়।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, স্মার্ট একাডেমীর চেয়ারম্যান ও প্রিন্সিপ্যাল বোরহান উদ্দিন হাওলাদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাফর চৌধুরী সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘এ-এইচ ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক’র প্রতিষ্ঠাতা নিউইয়র্কের জ্যামকাইকায় বসবাসকারী আলী হোসেন ঢাকার কেরানীগঞ্জের সন্তান।