এস্টোরিয়ায় বনফুল গ্রোসারীতে ডাকাতি ॥ একজন গুলিবিদ্ধ
- প্রকাশের সময় : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ৫০২ বার পঠিত
হককথা ডেস্ক: শনিবার সন্ধ্যায় এস্টোরিয়ার ৩৬ এভিনুর বনফুল গ্রোসারীতে সশ¯্র ডাকাতি হয়েছে। এতে মোহাম্মদ রাসেল নামে একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদের ধাওয়া করতে গেলে পলায়রত একজন তার পায়ে গুলি করে। এতে আহত হন তিনি। তিনি এখন চিকিৎসা নিচ্ছেন এলমার্স্ট হাসপাতালে। এ ঘটনায় কমিউনিটিতে ব্যাপক চানঞ্চল্যের পাশাপাশি আতংক ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত লং আইল্যান সিটির ৩৬ এভিন্যুর ২৯ ও ৩০ স্ট্রীটের মাঝখানে অবস্থিত বনফুল গ্রোসারী। এটি বাংলাদেশী মালিকানাধীন গ্রোসারী প্রতিষ্ঠান। গত ১৭ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে ৩ মুখোশধারী ডাকাত হানা দেয় গ্রোসারীতে। তাদের একজন ক্যাশ রেজিষ্টারে থাকা ব্যক্তিকে আঘাত করে রেজিষ্টিারে হানা দেয় এবং অপর দুজন ভিতরেই পজিশন নেয়। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তারা পালিয়ে যায় ক্যাশে রাখা অর্থ নিয়ে। সেখানে তখন কাজ করছিলেন জাকারিয়া হোসেন শিবলু। একজন ক্রেতা এ সময় পালিয়ে যান। সেই সাথে শুরু হয় ছুটাছুটি।
ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ছুটে আসে নিউইয়র্ক সিটি পুলিশ। এরই মধ্যে ডাকাতরা পালাতে শুরু করলে তাদের ধাওয়া করেন সেখানে উপস্থিত রাসেল আহমদ। এ সময় পলায়নরত অবস্থায় রাসেল আহমদকে ঠেকাতে তার পায়ের উপর উপর্যুপরী দুইবার গুলি করে ডাকাতের দল। পরে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় এলমার্স্ট হাসপাতালে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে। নিউইয়র্ক সিটি পুলিশ ভিডিও ক্যামেরা ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।(বাংলা পত্রিকা)