এলমন্টে বাংলাদেশী মালিকানাধীন আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেটের উদ্বোধন
- প্রকাশের সময় : ০৪:২২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ৩৪ বার পঠিত
নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ এলমন্টে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন বিশাল আকারের ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’। চারজন বাংলাদেশী ব্যবসায়ীর যৌথ প্রয়াসে প্রতিষ্ঠিত হলো এই মার্কেট। বিশাল এই মার্কেটটির উদ্বোধন উপলক্ষ্যে গত ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে ২৪১-১১ লিন্ডেন বুলেভার্ড, এলমন্টস্থ সুপার মার্কেটটিতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথি সহ বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান, ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর অন্যতম চার স্বত্তাধিকারী কামরুজ্জামান কামরুল, মনসুর এ চৌধুরী, রুবেল চৌধুরী ও কেশব সরকার বিদ্যুৎ।
দোয়া মাহফিলের আগে স্বাগত বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। এরপর ইসলামের আলোকে ব্যবসায় গুরুত্ব ও মর্যাদার কথা সংক্ষেপে তুলে ধরেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ফায়েক উদ্দিন।
‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক ও সাংবাদিকদের মধ্যে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, মুহাম্মদ ফজলুর রহমান, আবু তাহের, ওয়াজেদ এ খান, রতন তালুকদার, মনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, শামীম আহমেদ, শাহাব উদ্দীন সাগর, শাহ জে চৌধুরী, শাখাওয়াত হোসেন সেলিম ও তুষার পিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারী টুটুল, জেবিবিএ’র একাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও অধ্যাপিকা হুসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিস্টরা জানান, বাংলাদেশী, এশিয়ান ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে বিশাল পরিসরে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের সুপার মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেট। এটি নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ সুপার মার্কেট। উদ্বোধন উপলক্ষ্যে থাকছে বিশাল ছাড়। প্রতিদিন ভোর ছয়টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। ক্রেতাদের জন্য রয়েছে শতাধিক আনলিমিটেড পার্কিং-এর ব্যবস্থা।
বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামরুল জানান, নিত্য প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য ছাড়াও সংসারের প্রয়োজনীয় সকল জিনিসপত্রই পাওয়া যাবে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’-এ। ফ্রেস মাছ-মাংস-শাকসবজী’র উপর গুরুত্ব থাকবে বেশী। মূল্য থাকবে ক্রয় ক্ষমতার মধ্যে। উদ্বোধনী সেল চলবে নভেম্বর মাস জুড়ে।
কামরুজ্জামান কামরুলের দাবী নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী মালিকানাধীন এটিই সবচেয়ে বড় সুপার মার্কেট।
উল্লেখ্য, চারজন বাংলাদেশী ব্যবসায়ীর যৌথ প্রয়াসে প্রতিষ্ঠিত হয়েছে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’। এরা হলেন- কামরুজ্জামান কামরুল, মনসুর এ চৌধুরী, রুবেল চৌধুরী ও কেশব সরকার বিদ্যুৎ।


















