নিউইয়র্ক ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এম্পয়ার ব্লুক্রস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলো আশা হোম কেয়ার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৬৯ বার পঠিত

এম্পয়ার ব্লু ক্রস ব্লু শিল্ড (Empire BlueCross BlueShield) ২০২২ সালের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন আশা হোম কেয়ার।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আশা হোম কেয়ার-এর জ্যামাইকা কপোরেট কার্যালয় পরিদর্শন এবং অ্যাওয়ার্ড ক্রেষ্ট ও উপহার চেক তুলে দেন এম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ড-এর ডিরেক্টর এল সাইমমন্স এবং ম্যানেজার জোবেড লাপয়েন্টস।

তাদের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান ও পরিচালক ঈশা রহমান। এসময় আশা সোসাল ডে কেয়ারের কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাত্র ৬ বছরের পথচলায় হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য সাফল্য অর্জনে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আকাশ রহমান। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশীদের অর্জন। কমিউনিটির সেবায় আশা হোম কেয়ার সব সময় সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। -প্রেস বিজ্ঞপ্তি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এম্পয়ার ব্লুক্রস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলো আশা হোম কেয়ার

প্রকাশের সময় : ০৬:৩৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

এম্পয়ার ব্লু ক্রস ব্লু শিল্ড (Empire BlueCross BlueShield) ২০২২ সালের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন আশা হোম কেয়ার।মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আশা হোম কেয়ার-এর জ্যামাইকা কপোরেট কার্যালয় পরিদর্শন এবং অ্যাওয়ার্ড ক্রেষ্ট ও উপহার চেক তুলে দেন এম্পয়ার ব্লুক্রস ব্লুশিল্ড-এর ডিরেক্টর এল সাইমমন্স এবং ম্যানেজার জোবেড লাপয়েন্টস।

তাদের কাছ থেকে পুরষ্কার গ্রহন করেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান ও পরিচালক ঈশা রহমান। এসময় আশা সোসাল ডে কেয়ারের কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাত্র ৬ বছরের পথচলায় হোম কেয়ার ও ডে কেয়ার সেবায় অসামান্য সাফল্য অর্জনে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আকাশ রহমান। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশীদের অর্জন। কমিউনিটির সেবায় আশা হোম কেয়ার সব সময় সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান। -প্রেস বিজ্ঞপ্তি।