এএফ মিসবাউজ্জামানের টাইম টিভি-তে যোগদান
- প্রকাশের সময় : ১২:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
- / ৬৭১ বার পঠিত
নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ ও অ্যাক্টিভিস্ট এএফ মিসবাহউজ্জামান গত সপ্তাহে টাইম টেলিভিশনের বিজনেস কনসালটেন্ট হিসেবে যোগদান করেছেন। বর্তমানে তিনি সুরমা ডিষ্ট্রিবিউটর্স-এর মার্কেট ও সেলস-এর দায়িত্বে আছেন। পূর্বে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকা ছাড়াও মূলধারার অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত। তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং সদস্য সমাপ্ত সিতারা বৈশাখী মেলার সদস্য সচিব ছিলেন।
নিউইয়র্কের জ্যামাইকায় সপরিবারে বসবাসকারী বিজনেস ম্যানেজমেন্টের উপর অভিজ্ঞতা সম্পন্ন এএফ মিসবাহউজ্জামান দেশ ও প্রবাসে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত সেমিনার-সিম্পোজিয়ামে যোগ দেন এবং একাধিক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেন। তিনি বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার সন্তান।