ইমাম আকুনজি ও মুসল্লী তারা মিয়া হত্যা মামলার রায় পিছালো
- প্রকাশের সময় : ১২:৪৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮
- / ৯৭৮ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ইমাম আলাউদ্দিন আকুনজি ও তার সহযোগী মুসল্লী তারা মিয়া হত্যা মামলার রায় আবারো পিছালো। বৃহস্পতিবার (২২ মার্চ) মামলাটি রায়ের জন্য নির্ধারিত থাকলেও শেষ মুহুর্তে আদালত ঘটনার সময়কার কিছু আলামতের রিভিউ’র জন্য সময় নেন। এদিন বিজ্ঞ আদালত ঘটনার দিনের ভিডিও ফুটেজ ও পারিপাশ্বিক আলমত বিশ্লেষন করেন। পরে, সময় শেষ হয়ে যাওয়ায় শুক্রবার পর্যন্ত আদালত মুলতবী করেন বিচারক। কুইন্স ক্রিমিনাল কোর্টে গত প্রায় দুই বছর ধরে মামলাটির শুনানী চলছে। আলোচিত এই মামলার প্রতিটি ধার্য তারিখে আদালতে বিপুল সংখ্যক বাংলাদেশী ও কমিউনিটি নেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে। ২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্কের ওজন পার্কে দুর্বৃত্তের গুলিত নিহত হন ইমাম আকুনজি ও তার সহযোগী তারা মিয়া। মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথেই নির্বিচারে গুলিবিদ্ধ করা হয় তাদের। এ ঘটনায় একজনকে আটক করে নিউইয়র্ক পুলিশ। খবর টাইম টেলিভিশন।