হককথা ডেস্ক : ঈদ পূনর্মিলনী ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক নিশাত খান আজাদের কুইনস ভিলেজের বাসভবনে গত ৭ মে রোববার পালন করা হলো বৈশাখ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। এদিন দুপুর ১২টা থেকে প্রবাসে অবস্থিত ইডেন কলেজের প্রাক্তন শিক্ষক ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর লাইলী মোশারফ।
সভাপতির স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদকের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। নানান রকম এপিটাইজার ও পিঠা-পুলি দিয়ে টেবিল ছিল পরিপূর্ন, এরই ফাঁকে ফাঁকে চলে গল্প আড্ডা স্মৃতিচারণ। দুপুরের মধ্যাহ্ন ভোজে আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের ভর্তা সহ লোভনীয় সব খাবার ও মিষ্টি। অনুষ্ঠানের সকল খাবার শিক্ষক ও ছাত্রীদের নিজ তৈরী করা।
দ্বিতীয় পর্বে ছিল গানের আসর, নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ তাহমিনা সহিদ, সদাহাস্য মিষ্টি গলার অধিকারী তার গান দিয়ে মুগ্ধ করেন সবাইকে, গানের ফাঁকেও চলে কৌতুক, গল্প, লটারির মাধ্যমে চিরকুট তুলে মজা করা, সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন লুবনা কাইজার ও রেশমা চৌধুরী। অনুষ্ঠান চলে দীর্ঘ সময় ধরে। আবহাওয়া অনুকুলে ছিল বারতি পাওনা, তবে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য ছিল সকল ছাত্রী ও শিক্ষক একই রকম শাড়ী পরে অনুষ্ঠানে আসা, উল্লেখ্য শাড়ীগুলো সকল ছাত্রীদের কে উপহার দিলেন প্রিয় এবং শ্রদ্ধেয় লাইলী আপা। সবশেষে মাদার্স ডে উপলক্ষে কেক কেটে সভাপতি সকল মা’কে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন। -প্রেস বিজ্ঞপ্তি
সুমি/হককথা