নিউইয়র্ক ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইঞ্জিনিয়ার আবু হানিফের কন্যা ইলাফ’র জন্মদিন পালন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • / ১১৭৭ বার পঠিত

নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, পিপল এন্ড টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ-এর তৃতীয় কন্যা ইলাফ’র দ্বিতীয় জন্মদিন পালিত হলো। এ উপলক্ষ্যে গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে আবু হানিপ-ফারহানা হানিপ দম্পতি পরিবারের পক্ষ থেকে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
ইলাফ-এর জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু হানিপ ও ফারহানা হানিফ। এরপর ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, দৈনিক মানবজমি-এর উপ সম্পাদক মনির হায়দার, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী ও সাংবাদিক শাহেদ আলম।
সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এই পর্বে ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রফেসর বোরহান উদ্দিন, দলিলুর রহমান, এম মনিরুজ্জামান, মোহাম্মদ মিলন প্রমুখ।
এরপর ইলাফ’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে অতিথিদের সাথে ‘হানিফ-ফারহানা’ দম্পতি ইলাফ’র জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে ‘হানিপ-ফারহানা’ দম্পতির পরিবারের সদস্যগণ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত থেকে ইলাফকে আশীর্বাদ করেন।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই ইঞ্জিনিয়ার আবু হানিফ ও ফারহানা হানিপেরও জন্মদিন হওয়ায় অনুষ্ঠানে তারাও কেক কাটেন। আবু হানিপের জন্মদিন ৬ নভেম্বর, ফারহানা হানিপের জন্মদিন ৭ নভেম্বর আর ইলাফ’র জন্মদিন ৯ নভেম্বর। আরো উল্লেখ্য, ‘হানিপ-ফারহানা’ দম্পতি আরো দুই কন্যা সন্তানের জনক-জননী।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু হানিপের ‘নো মোর অডজব’ প্রকল্প বিশেষ করে কর্মসংস্থানে ‘পিপল এন্ড টেক’-এর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, আবু হানিপ নিজের ব্যক্তিগত পরিবারের বাইরেও আরো দু’টি পরিবার ‘পিপল এন্ড টেক’ ও ‘কমিউনিটি’ নিয়ে বড় পরিবার গড়ে তুলেছেন। যার মিলন ঘটেছে ইলাফ-এর জন্মদিনে। অতিথিগণ এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন। ছবি: নিহার সিদ্দিকী

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ইঞ্জিনিয়ার আবু হানিফের কন্যা ইলাফ’র জন্মদিন পালন

প্রকাশের সময় : ১২:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

নিউইয়র্ক: কমিউনিটির পরিচিত মুখ, পিপল এন্ড টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিপ-এর তৃতীয় কন্যা ইলাফ’র দ্বিতীয় জন্মদিন পালিত হলো। এ উপলক্ষ্যে গত ৬ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিটির উডসাইডের গুলশান ট্যারেসে আবু হানিপ-ফারহানা হানিপ দম্পতি পরিবারের পক্ষ থেকে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
ইলাফ-এর জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু হানিপ ও ফারহানা হানিফ। এরপর ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, দৈনিক মানবজমি-এর উপ সম্পাদক মনির হায়দার, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক আজকাল-এর সহযোগী সম্পাদক হাসানুজ্জামান সাকী ও সাংবাদিক শাহেদ আলম।
সাংবাদিক ও উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় এই পর্বে ইলাফ-কে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য রাখেন প্রফেসর বোরহান উদ্দিন, দলিলুর রহমান, এম মনিরুজ্জামান, মোহাম্মদ মিলন প্রমুখ।
এরপর ইলাফ’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। পরবর্তীতে অতিথিদের সাথে ‘হানিফ-ফারহানা’ দম্পতি ইলাফ’র জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে ‘হানিপ-ফারহানা’ দম্পতির পরিবারের সদস্যগণ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে উপস্থিত থেকে ইলাফকে আশীর্বাদ করেন।
উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই ইঞ্জিনিয়ার আবু হানিফ ও ফারহানা হানিপেরও জন্মদিন হওয়ায় অনুষ্ঠানে তারাও কেক কাটেন। আবু হানিপের জন্মদিন ৬ নভেম্বর, ফারহানা হানিপের জন্মদিন ৭ নভেম্বর আর ইলাফ’র জন্মদিন ৯ নভেম্বর। আরো উল্লেখ্য, ‘হানিপ-ফারহানা’ দম্পতি আরো দুই কন্যা সন্তানের জনক-জননী।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের শুভেচ্ছা বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু হানিপের ‘নো মোর অডজব’ প্রকল্প বিশেষ করে কর্মসংস্থানে ‘পিপল এন্ড টেক’-এর কর্মকান্ডের প্রশংসা করে বলেন, আবু হানিপ নিজের ব্যক্তিগত পরিবারের বাইরেও আরো দু’টি পরিবার ‘পিপল এন্ড টেক’ ও ‘কমিউনিটি’ নিয়ে বড় পরিবার গড়ে তুলেছেন। যার মিলন ঘটেছে ইলাফ-এর জন্মদিনে। অতিথিগণ এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন। ছবি: নিহার সিদ্দিকী