আহাম্মদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশন-এর তৃতীয় প্রতিষ্ঠা পালন ও গুণীজন সম্বর্ধনা

- প্রকাশের সময় : ০৭:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
- / ৯১৫ বার পঠিত
নিউইয়র্ক: প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনকে সম্বর্ধনার মধ্য দিয়ে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো আহাম্মদ হোসেন ১৬ ড্রিম ফাউন্ডেশন ইনক। এ উপলক্ষ্যে গত ২১ মে রোববার রাতে সিটির জ্যাকসন হাইটসস্থ একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় কন্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়। গেষ্ট অব অনার ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা শহীদ হাসান। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বিপা’র সাবেক সভাপতি এ্যানী ফেরদৌস, গাংচিল-এর সভাপতি খান শওকত ও শিল্পকলা একাডেমী ইউএসএ’র সভাপতি মনিকা রায়। খবর ইউএনএ’র।
ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ’র সিনিয়র সহ সভাপতি শ্রী জনার্ধন চৌধুরী, সৌখিন নাট্য গোষ্ঠীর সভাপতি খায়রুল ইসলাম, তারার আলো’র সভাপতি মিনা ইসলাম, স্ট্রং ওমেন কমিউনিটি এম্পাওয়ারমেন্ট-এর সভাপতি মনিকা হক, শিল্পকলা একাডেমী ইউএসএ’র সাধারণ সম্পাদক মিলন কুমার, লালমনিরহাট জেলা সমিতির সভাপতি মোহর খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে ড্রিম ফাউন্ডেশনের উদ্যোগের বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা আলী হোসেনের সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগে কমিউনিটির ভালো কাজের সাথে সম্পৃক্তরা আরো ভালো কাজ করতে উৎসাহিত হবেন। যারা ভালো কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে উৎসাহিত করা, সম্মানিত করা আমাদের দায়িত্ব। বক্তারা বলেন, কমিউনিটির ভালো কাজগুলোকে বেশী বেশী করে সবার সমানে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে কমিউনিটিকে এগিয়ে নিতে হবে।
নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটেতে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিকে বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ করেন রথীন্দ্র নাথ রায় (সঙ্গীত) ও শহীদ হাসান (সঙ্গীত), মুহাম্মদ ফজলুর রহমান (সাংবাদিকতা), এ্যানী ফেরদৌস (সংস্কৃতি), কাজী শফিকুল হক (মুক্তিযোদ্ধা ও চিত্রগ্রাহক), একেএম নুরুল হক (সমাজসেবা), জহিরুল ইসলাম (সাহিত্য), নাসরীন চৌধুরী (সাহিত্য), শিল্পকলা একাডেমী ইউএসএ (সংগঠন) ও গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ (সংগঠন)।
এছাড়াও সাবেক এমপি আনিসুজ্জামান খোকন (মুক্তিযোদ্ধা), সঙ্গীত শিল্পী বীণা মজুমদার (সঙ্গীত) ও আব্দুল কাদির চৌধুরী শাহীন (পথমেলার উদ্যোক্তা)-কেও স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত ব্যক্তি হিসেবে অনুষ্ঠানে নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পী রথীন্দ্র নাথ রায় সহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্বের তবলায় সহযোগিতা করেন লিটন ফিলিপস আর পুরো অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমে ছিলেন অনুপ কুমার। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।