আলেক্সজান্দ্রিয়া কর্টেজের সমর্থনে সাউথ এশিয়ানদের সমাবেশ
- প্রকাশের সময় : ০৫:০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ৫২০ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): আগামী ৬ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট ১৪ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আলেক্সজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থনে সাউথ এশিয়ান কমিউনিটির পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে তাকে বিজয়ী করার প্রত্যয় গ্রহণ করা হয় এবং টাইম টেলিভিশন আলেক্সজান্দ্রিয়া কর্টেজ-কে এন্ড্রোর্স করে। আলেক্সজান্দ্রিয়া কর্টেজের উপস্থিতিতে চ্যানেলটির সিইও আবু তাহের এই ঘোষণা দেন। এসময় উপস্থিত সকলে বিপুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।
উল্লেখ্য, ডেমোক্র্যাট দলীয় গত প্রাইমারী নির্বাচনে আলেক্সজান্দ্রিয়া কর্টেজ বিপুল ভোটে এই আসনের বর্তমান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলীকে পরাজিত করে। মি. ক্রাউলী বাংলাদেশী ককাস-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের রুজভেল্ড এভিনিউস্থ হিমালয় রেষ্টুরেন্টে গত ২৫ অক্টোর বৃহস্পতিবার সন্ধ্যায় সাউথ এশিয়ান কমিউনিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে আলেক্সজান্দ্রিয়া কর্টেজ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলম্যান কস্টা, গত প্রাইমারীতে প্রতিদ্বন্দ্বিতাকারী সুরেজ প্যাটেল। এছাড়াও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের ছাড়াও বাংলাদেশী কমিউনটির এডভোকেট মজিবুর রহমান, মোহাম্মদ টি রহমান, মিলন রহমান, ডা. ইভান খান, ফাহাদ সোলায়মান, আমজাদ হোসেন সেলিম, সবিতা দাস ও জয় চৌধুরী সহ ভারতীয়, পাকিস্তানী, নেপাল ও শ্রীলংকান কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. নিরঞ্জন মিটাল, পিয়াস প্যাটেল, ভিভেক থাপার, আকসার প্যাটেল, শেখর কৃষ্ণ, রচনা সাহা, হার্বচন সিং, সানজেব থপার, সুভাষ থপারচেয়ারর্স, অমিত সাহা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ৬ নভেম্বরের নির্বাচনে কর্টেজ-কে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। এখন চুড়ান্ত বিজয় অর্জনের জন্য সকল ভোটারকে ঘর থেকে বের করে কেন্দ্রে এনে ভোট দেয়ার ব্যবস্থা করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। বক্তারা কর্টেজ-কে সাউথ এশিয়ানদের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে করে বলেন, তিনি আমাদের মতেই একজন খেটে খাওয়া মানুষ। আমাদের সুখ-দু:খের সাথে কর্টেজ জড়িত। আমাদের অধিকারের ব্যাপারে তিনি সচেতন। তাই আগামী দিনে ইউএস কংগ্রেসে তাকেই এশিয়ানদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। এছাড়াও কোন কোন বক্তা প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অভিভাসন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।
আলেক্সজান্দ্রিয়া কর্টেজ তার বক্তব্যে সবাই মিলে প্রাইমারীতে তাকে বিজয় করার জন্য অন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ, ইন্য়িা, নেপাল সহ দক্ষিণ এশিয়ার সকল দেশের মানুষের ভালোবাসা আর সমর্থন আমাকে বিজয়ী করেছে। ৬ নভেম্বরের নির্বাচনেও আমরাই জিতবো। এজন্য বসে থাকলে চলবে না, প্রয়োজন ভোট কাস্ট করা। তিনি বলেন, অভিবাসীদের অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।