আমাদের সুখ-দু:খ মিলে-মিশে ভাগ করতে চাই : কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র অনুষ্ঠানে বক্তারা
- প্রকাশের সময় : ০৩:২৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০১৫
- / ১২৩৮ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসকারী কৃষিবীদদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানানোর মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় (বাউ) এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক’র বার্ষিক ফ্যামিলি রি-ইউনিয়ন। একই সাথে বাংলা নববর্ষকেও বরণ করেন প্রবাসের কৃষিবীদরা।
সিটির জ্যামাইকার হিলসাইডস্থ তাজমহল পার্টি হলে গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় আয়োজিত কৃষিবীদদের রি-ইউনিয়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কৃষিবীদ কাজী গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ড. ধনঞ্জয় সাহা। বিশেষ অতিথি ছিলেন কৃষিবীদ ড. জালাল উদ্দিন, কৃষিবীদ ড. বাসার তালুকদার, কৃষিবীদ খোরশেদ আলম খান ও কৃষিবীদ শেখ হায়দার আলী। অনুষ্ঠান মঞ্চে আরো ছিলেন ফামিলি রি-ইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক কৃষিবীদ ড. এম এ বারী ও সদস্য সচিব কৃষিবীদ আব্দুর রহমান।
বাউ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবীদ ফরহাদ খানের পরিচালনায় আলোচনা সভায় অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষিবীদ মিজানুর রহমান এবং নতুন সদস্যদের মধ্যে মেজর (অব:) শরীফ খান।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কর্মকান্ড তুলে ধরেন এবং নবাগত কৃষিবীদদের কর্মসংস্থানের জন্য সংগঠনের পক্ষ থেকে পরামর্শ প্রদানসহ কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন, প্রবাসে বসবাসরত কৃষিবীদরা একটি পরিবার। আমরা আমাদের সুখ-দু:খ মিলে-মিশে ভাগ করতে চাই। সংগঠনকে শক্তিশালী করতে বক্তরা সকল কৃষিবীদের ঐক্যের উপর গুরুত্বারোপ করেন এবং পারষ্পারিক সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাউ এলামনাই এসোসিয়েশনের নতুন সদস্যদের মধ্যে কৃষিবীদ মানিক, কৃষিবীদ শাহরিয়ার সুলতান, কৃষিবীদ মেজর (অব:) শরীফ খান, কৃষিবীদ মেজবাহ ও কৃষিবীদ রোমেন পালকে পরিচয় করিয়ে দেয়া হয়। তাদেরকে পরিচয় করিয়ে দেন কৃষিবীদ শওকত আনোয়ার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃষিবীদ পরিবারের সদস্য/সদস্যা ছাড়াও প্রবাসের শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন নিউইয়র্কের স্টার সার্চের শিল্পী শারমিন রিমু সহ কৃষিবীদ পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন ফরহাদ খান, বাবুল সরকার, মেজর (অব:) শরীফ খান, শাবনাজ খানম, নাজমিন হোসেন প্রমুখ। নৃত্য পরিবেশন করে নতুন প্রজন্মের ফারদিনা ইউসুফ। তবলায় ছিলেন খুশবু আলম। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক রাজেশ শর্মা।
এছাড়া অনুষ্ঠানে আগত কৃষিবীদদের রেজিষ্ট্রেশনের দায়িত্ব পালন করেন কৃষিবীদ মশিউর রহমান ও কৃষিবীদ মশিউর রহমান (জুনিয়র)। উল্লেখ্য, আগামী ১৬ আগষ্ট লং আইল্যান্ডে বাউ এলামনাই এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়।
বাউ এলামনাই এসোসিয়েশনের রি-ইউনিয়ন সফর করতে উল্লেখযোগ্য ভূমিকাপালকারীদের মধ্যে ছিলেন কৃষিবীদ যথাক্রমে এমদাদুল ইসলাম, হাফিজুর রহমান, অজয় কুমার সরকার, সুবাস চন্দ্র মন্ডল, নূর আলম, নাজমুল হোসেন, সেলিম ইকবাল, কবির, রতন মন্ডল, মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।