আব্দুল হাসিম হাসনু’র মায়ের ইন্তেকাল
- প্রকাশের সময় : ০২:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড ও ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের ট্রাষ্টিবোর্ডের অন্যতম সদস্য ও বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বিসিএ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু’র মা হাওয়া বিবি রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটের সময় নিউইয়র্কের আলবার্ট আইনস্টাইন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৯২ বছর। মরহুমার গ্রামের বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ২ কন্যা সহ বহু আতœীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বাংলাদেশের গ্রামে দাফন করা হবে। খবর ইউএনএ’র।
শোক প্রকাশ: এদিকে কমিউনিটির পরিচিত মুখ, অ্যাক্টিভিষ্ট ও সংগঠক আব্দুল হাসিম হাসনুর মা হাওয়া বিবি’র ইন্তেকালের খবরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তাৎগনিকভাবে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, টাইম টেলিভিশন-এর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, বিশিষ্ট সাংবাদিক হাবিব রহমান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সোসাইটির নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘সেলিম-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী এবং ‘রুহুল-জাহিদ’ প্যানেলের সভাপতি পদপ্রর্থী রুহুল আমীন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, বিশিষ্ট রাজনীতিক ও বিসিএ’র সভাপতি আহবাব চৌধুরী খোকন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র একাংশের সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ।