নিউইয়র্ক ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী নুসাইবা ইসলাম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৮৭ বার পঠিত

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি : এগ হারবার টাউনশীপ স্কুলের কৃতি ছাত্রী নুসাইবা ইসলাম দ্বাদশ গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইভি লীগের তিন তিনটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়েল, ইউপেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

নুসাইবা ইসলামের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে। তার বাবা জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি এবং আটলানটিক সিটির নগর কতৃপক্ষের মারকেনটাইল বিভাগের সহকারী পরিচালক ও মাতা আফসানা আনজুম বিশিষ্ট ব্যবসায়ী।

চার ভাই-বোনের মধ্যে নুসাইবা ইসলাম দ্বিতীয়।তার দাদার নাম মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ও দাদী মরহুমা সুফিয়া খাতুন। তার নানা আলাউদ্দীন আহমেদ ও নানী কামরুননাহার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।

ছোটবেলা থেকেই মেধাবী নুসাইবা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সঃ)। সে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া।

নুসাইবার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে।

নিউ জারসির এগ হারবার শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নুসাইবা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী নুসাইবা ইসলাম

প্রকাশের সময় : ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি : এগ হারবার টাউনশীপ স্কুলের কৃতি ছাত্রী নুসাইবা ইসলাম দ্বাদশ গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আইভি লীগের তিন তিনটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ইয়েল, ইউপেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

নুসাইবা ইসলামের জন্ম যুক্তরাষ্ট্রে ২০০৫ সালে। তার বাবা জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি এবং আটলানটিক সিটির নগর কতৃপক্ষের মারকেনটাইল বিভাগের সহকারী পরিচালক ও মাতা আফসানা আনজুম বিশিষ্ট ব্যবসায়ী।

চার ভাই-বোনের মধ্যে নুসাইবা ইসলাম দ্বিতীয়।তার দাদার নাম মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ও দাদী মরহুমা সুফিয়া খাতুন। তার নানা আলাউদ্দীন আহমেদ ও নানী কামরুননাহার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।

ছোটবেলা থেকেই মেধাবী নুসাইবা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সঃ)। সে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে। পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া।

নুসাইবার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে।

নিউ জারসির এগ হারবার শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নুসাইবা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।