নিউইয়র্ক ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আনোয়ার হোসেইনকে বিদায় সম্বর্ধনা জানালো বিয়ানীবাজারবাসী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • / ৫৬২ বার পঠিত

নিউইয়র্ক: সিলেটের বিয়ানীবাজারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রাজনীতিবিদ আনোয়ার হোসেইন দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেলেন। ২৯ নভেম্বর মঙ্গলবার তিনি সিলেটের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। তিনি এই দীর্ঘ জীবনে প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক। আর এই সম্পর্ককে ছিন্ন করে নাড়ির টানে তিনি দেশে ফিরে গেলেও প্রবাসীদের মাঝে রয়ে যাবে তার কর্মগাঁথা হাজারো স্মৃতি। সেই স্মৃতিকে অটুট রাখতে আনোয়ার হোসেইন-এর স্বদেশ প্রত্যাগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসী গত ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
সিটির ওজোনপার্কের অ্যাভিনিউ হলে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বোরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সভাপতি আবুল কালাম মাস্টার ও কফিল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু ও আজিজুর রহমান পাখি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বজলুর রহমান, মিসবাহ আবদীন, কয়ছর আহমেদ, সাইকুল ইসলাম, মোহাম্মদ তুলন, রশীদ রানা, সাব্বির আহমেদ, আব্দুল করিম, আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল হাসিব। অনুষ্ঠানে সংবর্ধিত আনোয়ার হোসেইনের উদ্দেশে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত প্রচার সম্পাদক ও বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার সাংবাদিক রিজু মোহাম্মদ।
অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে আনোয়ার হোসেইনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, তার মত নিবেদিত একজন সমাজসেবককে দেশে বড় প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা আনোয়ার হোসেইনের প্রবাস জীবনের নানান স্মৃতি তুলে ধরে বলেন, আনোয়ার হোসেইন ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী। বিদেশ বিভূঁইয়ে থেকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত না করে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার প্রত্যাগমণে আমরা ব্যথিত হলেও প্রবাসের মত দেশেও তিনি গণমানুষের জন্য কাজ করে যাবেন। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিয়ানীবাজারবাসী এবং সিলেট গণদাবী পরিষদের পক্ষ থেকে পৃথক আনোয়ার হোসেইনকে দুটি ক্রেষ্ট প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আনোয়ার হোসেইনকে বিদায় সম্বর্ধনা জানালো বিয়ানীবাজারবাসী

প্রকাশের সময় : ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬

নিউইয়র্ক: সিলেটের বিয়ানীবাজারের সন্তান, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক ও রাজনীতিবিদ আনোয়ার হোসেইন দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গেলেন। ২৯ নভেম্বর মঙ্গলবার তিনি সিলেটের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন। তিনি এই দীর্ঘ জীবনে প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করে গেছেন। প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছিল নিবিড় সম্পর্ক। আর এই সম্পর্ককে ছিন্ন করে নাড়ির টানে তিনি দেশে ফিরে গেলেও প্রবাসীদের মাঝে রয়ে যাবে তার কর্মগাঁথা হাজারো স্মৃতি। সেই স্মৃতিকে অটুট রাখতে আনোয়ার হোসেইন-এর স্বদেশ প্রত্যাগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার উপজেলাবাসী গত ২৭ নভেম্বর রোববার সন্ধ্যায় তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে।
সিটির ওজোনপার্কের অ্যাভিনিউ হলে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সিলেট-৫ আসনের (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দিন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি আজমল হোসেন কুনু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি ও সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বোরহান, বিয়ানীবাজার সমিতির সভাপতি মাসুদুল হক ছানু, সাবেক সভাপতি আবুল কালাম মাস্টার ও কফিল আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা একলিমুজ্জামান নুনু ও আজিজুর রহমান পাখি, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাইফুল আলম সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভীন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব বিয়ানীবাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বজলুর রহমান, মিসবাহ আবদীন, কয়ছর আহমেদ, সাইকুল ইসলাম, মোহাম্মদ তুলন, রশীদ রানা, সাব্বির আহমেদ, আব্দুল করিম, আলাউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল হাসিব। অনুষ্ঠানে সংবর্ধিত আনোয়ার হোসেইনের উদ্দেশে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত প্রচার সম্পাদক ও বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার সাংবাদিক রিজু মোহাম্মদ।
অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি তার বক্তব্যে আনোয়ার হোসেইনকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, তার মত নিবেদিত একজন সমাজসেবককে দেশে বড় প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা আনোয়ার হোসেইনের প্রবাস জীবনের নানান স্মৃতি তুলে ধরে বলেন, আনোয়ার হোসেইন ছিলেন একজন নিঃস্বার্থ সমাজকর্মী। বিদেশ বিভূঁইয়ে থেকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত না করে প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তার প্রত্যাগমণে আমরা ব্যথিত হলেও প্রবাসের মত দেশেও তিনি গণমানুষের জন্য কাজ করে যাবেন। বক্তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিয়ানীবাজারবাসী এবং সিলেট গণদাবী পরিষদের পক্ষ থেকে পৃথক আনোয়ার হোসেইনকে দুটি ক্রেষ্ট প্রদান করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।