আটলান্টিক সিটিতে বিএএসজে’র উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
- প্রকাশের সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পঠিত
সুব্রত চৌধুরী: বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে কনস্যুলেট সেবা প্রদান করেছে। নিউজার্সী স্টেট এর আটলান্টিক সিটিতে গত ১২ নভেম্বর, মঙ্গলবার ফেয়ারমাউন্ট এভিনিউস্থ ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদার নেতৃত্বে কাউন্সিলর মোহাম্মদ আনিসুজামান, কাউন্সিলর প্রসূন কুমার চক্রবর্তী, পারভেজ আহমদ, মোহাম্মদ বশির আহমদ, মোহাম্মদ আসাদুরজামান, এস এম মফিজউদ্দীন, মোকসেদুর রহমান, শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় তিনশতাধিক প্রবাসী বাংলাদেশী সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশীরা তাদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিএএসজে’র সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক কনস্যুলেট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।