অ্যাসেম্বলীম্যান অরটিজের বাংলাদেশী স্টাফ মারুফ গ্রেফতার
- প্রকাশের সময় : ০৮:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯
- / ২৪২ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের ব্রুললীনে অ্যাসেম্বলীম্যান ফ্লিক্স অরটিজের চীফ অব স্টাফ মারুফ আলমকে এফবিআই গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গত কয়েক বছরে এসেম্বলীম্যান অরটিজের ক্যাপ্টেইন ফিনান্স থেকে ৮০ হাজার ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। গত ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে মারুফের ব্রুকলীনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মারুফ আলম জামিনে মুক্তি পেয়েছেন। তবে অভিযোগ প্রমানিত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদন্ড হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মারুফ আলমকে ব্রুকলীনের ফেডারেল কোর্টে হাজির করা হয়। এ সময় সেখানে তার বাবা মা দুজনই উপস্থিত ছিলেন। তারা মারুফ আলমকে নির্দোষ, সৎ বলে অভিহিত করেছেন। কোর্টে মারুফ আলম ছিলেন নীরব তবে তিনি মায়ের সাথে বাংলায় কথা বলেন। মারুফ আলমকে এক লক্ষ ডলার বন্ডের বিনিময়ে জামিন দেয়া হয়েছে।
অভিযোওগ বলা হয়েছে ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত আলম বিভিন্ন সময় নির্বাচনী তহবিলকে তছরুফ করেছেন। তিনি মানুষের দেয়া ক্যাম্পেইন অনুদানের খরচের হিসেব সঠিকভাবে দেননি। এর বাইরে তিনি নিজের ব্যক্তিগত একাউন্টে ক্যাশ অর্থ জমা দিয়েছেন।
যুক্তরাষ্ট্্র ফেডারেল এটর্নী রিচার্ড ডনো বলেছেন, মারুফ আলম জনগনের বিশ্বাসভঙ্গ করেছেন। আজকের এই ঘটনার মাধ্যমে এটা আবারো প্রমানিত হলো অন্যায় করে কেউ ছাড়া পাবে না। কেউ অন্যায় করলে তার প্রতিফল তাকে ভোগ করতেই হবে। জামিনের পর মারুফ কারো সাথে কোন কথা বলেননি। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত মারুষকে নির্দোষ হিসেবেই গণ্য করা হবে। অ্যাসেম্বলীম্যান অর্টিজের অফিস থেকে এক বিবৃতিতে মারুফ আলমকে চাকুরীচ্যুত করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে।