অবৈধদের ড্রাইভিং লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু
- প্রকাশের সময় : ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০১৯
- / ২৫৯ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের বৈধ কাগজপত্রহীন অভিবাসীরাও ড্রাইভিং লাইসেন্স পাবেন। এমন একটি বিল নিউইয়র্ক ষ্টেট সিনেটে পাশ হয়েছে। ষ্টেট গভর্নর এন্ড্রু কুমোও ইতিমধ্যেই বিলটিতে স্বাক্ষর করেছেন। আগামী ডিসেম্বর থেকে নিউইয়র্কের অবৈধ অবিভাসীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর এই বিলের উদ্যোক্তা ষ্টেট ব্রঙ্কস থেকে নির্বাচিত সিনেটর লুইস সিপুলভেদা (বাংলাদেশী কমিউনিটিতে লুইস ভাই হিসেবে পরিচিত) এখন সকল মহলের আলোচনার মধ্যমনিতে পরিণত হয়েছেন। ব্যতিক্রমী এমন একটি বিল পাশের ফলে তিনি মিডিয়ারও শিরোনাম হচ্ছেন।
এর আগে গত ১৭ জুন সোমবার নিউইয়র্ক স্টেট সিনেটে পাস হয়েছে বৈধ/অবৈধ নির্বিশেষে সব প্রাপ্তবয়স্কের জন্য ড্রাইভিং লাইসেন্সের দেয়ার এই বিল। বিলটি উত্থাপন করে ব্রঙ্কস থেকে নির্বাচিত ‘বাংলাদেশী কমিউনিটির বন্ধু-লুইস ভাই’ হিসাবে পরিচিত স্টেট সিনেটর লুইস সিপুলভেদা। এই বিল পাশের ফলে অন্যান্য দেশের সাড়ে ৭ লাখ অবৈধ আনডকুমেন্টেড অভিবাসীদের সাথে নিউইয়র্কের প্রায় অর্ধ লক্ষাধিক বাংলাদেশীও ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ হলো।
সোমবার স্টেট এসেম্বলীতে বিলটি পাশ হওয়ার পর উচ্ছাস প্রকাশ করেন স্টেট সিনেটর লুইস সিপুল ভেদা। এসময় উপস্থিত অন্যরাও উল্লাসে ফেটে পড়েন। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী কট্টর অবস্থানের ফলে যেখানে লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসী সদা-সন্ত্রস্ত জীবনযাপন করছেন। সেখানে নিউইয়র্ক স্টেটের ড্রাইভিং লাইসেন্স দেয়ার এই ঘোষনায় তারা আশার আলো দেখছেন। এর ফলে নির্ভয়ে চলাচল, কর্মস্থলে যাতায়াত এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ সবকিছু করতে পারবেন।
নিউইয়র্কের আগে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের জন্য ইতোপূর্বে ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, কলরাডো, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া রাজ্যে ড্রাইভিং লাইসেন্স দেয়ার বিধান চালু হয়েছে। ১২ তম স্টেট হিসাবে এতে যুক্ত হলো নিউইয়র্ক।(বাংলা পত্রিকা)