নিউইয়র্ক ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘অন্যায়-অনিয়ম, অবিচার ও অগণতান্ত্রিক কর্মকান্ড রুখে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • / ৩৪১ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. আব্দুল মুবিন বলেছেন, আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় সিলেট উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব সফল করা সহ প্রবাসী সিলেটবাসীদের যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশ ও প্রবাসের সকল সিলেটী তথা জালালাবাদবাসীরা ঐক্যবদ্ধভাবে সিলেট-কে আরো সুন্দর করতে চাই, মানুষের সেবার মান বাড়াতে চাই। এজন্য শিক্ষা আর স্বাস্থ্য সেবা-কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সিলেটে ‘জালালাবাদ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হবে। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অপরদিকে সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, সবাই মিলে প্রিয় বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে। দেশের মানুষের অধিকার রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। খবর ইউএনএ’র।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মুবিন এবং বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী উপরোক্ত কথা বলেন। গত ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একাত্তুরের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সুতিপা চৌধুরী শম্পা ও তাসমিন জাহান তাসু। এছাড়াও একাধিক দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বালাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী তাসমিন জাহান তাসু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক শেলী এ মুবদী, সাবেক সভাপতি আব্দুল বাসেত, ট্রাষ্টি বোর্ড সদস্য এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আব্দুল মতিন ও মোজাহিদুল ইসলাম, লীগ অব আমেরিকা’র সাবেক সভাপতি এমাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদ-এর সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার চৌধুরী সালেহ, সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, সিলেট সদর এসোসিয়েশন-এর সাবেক সভাপতি ইয়ামীন রশীদ, গীতিকার গৌছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবদীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা দেশ ও প্রবাসে বসবাসকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি দলমত নির্বিশেষে সকল অন্যায়-অনিয়ম, অবিচার ও অগণতান্ত্রিক কর্মকান্ড রুখে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়াও বক্তারা নিউইয়র্কে জালালাবাদ ভবন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

‘অন্যায়-অনিয়ম, অবিচার ও অগণতান্ত্রিক কর্মকান্ড রুখে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান’

প্রকাশের সময় : ০২:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯

নিউইয়র্ক (ইউএনএ): জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. আব্দুল মুবিন বলেছেন, আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় সিলেট উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব সফল করা সহ প্রবাসী সিলেটবাসীদের যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দেশ ও প্রবাসের সকল সিলেটী তথা জালালাবাদবাসীরা ঐক্যবদ্ধভাবে সিলেট-কে আরো সুন্দর করতে চাই, মানুষের সেবার মান বাড়াতে চাই। এজন্য শিক্ষা আর স্বাস্থ্য সেবা-কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সিলেটে ‘জালালাবাদ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হবে। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অপরদিকে সিলেটের কৃতি সন্তান ও বাংলাদেশের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, সবাই মিলে প্রিয় বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হবে। দেশের মানুষের অধিকার রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। খবর ইউএনএ’র।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মুবিন এবং বিশেষ অতিথির বক্তব্যে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী উপরোক্ত কথা বলেন। গত ১৮ মার্চ সোমবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে একাত্তুরের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এবং নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে তাদের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সুতিপা চৌধুরী শম্পা ও তাসমিন জাহান তাসু। এছাড়াও একাধিক দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বালাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী তাসমিন জাহান তাসু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক শেলী এ মুবদী, সাবেক সভাপতি আব্দুল বাসেত, ট্রাষ্টি বোর্ড সদস্য এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, আব্দুল মতিন ও মোজাহিদুল ইসলাম, লীগ অব আমেরিকা’র সাবেক সভাপতি এমাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদ-এর সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার চৌধুরী সালেহ, সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল, সিলেট সদর এসোসিয়েশন-এর সাবেক সভাপতি ইয়ামীন রশীদ, গীতিকার গৌছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আবদীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারা দেশ ও প্রবাসে বসবাসকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি দলমত নির্বিশেষে সকল অন্যায়-অনিয়ম, অবিচার ও অগণতান্ত্রিক কর্মকান্ড রুখে মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়াও বক্তারা নিউইয়র্কে জালালাবাদ ভবন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।