নিউইয়র্ক ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইউনূসের জরুরী আবেদন

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০২৪
  • / ৩৫ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে শান্তিকে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বিশ্ব নেতৃবৃন্দের কাছে হত্যাকান্ড বন্ধ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবীতে এক জরুরী আবেদন জানিয়েছেন। রোববার (২১ জুলাই) ঢাকায় এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশী ছাত্র ও অন্যান্য নাগরিকদের দেশব্যাপী হত্যায় এবং রোববার ২২ জুলাই পর্যন্ত তিনদিনের চলমান কারফিউয়ে বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যা দিন দিনে অবনতির দিকে যাচ্ছে। ছাত্ররা এবং তাদের সাথে প্রতিবাদকারী অন্যরা, পুলিশ এবং বর্ডার গার্ড দ্বারা আক্রমণের শিকার হয়ে ২০০ জনেরও বেশি নিহত এবং ৭০০ জনের বেশী আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে রয়েছে হাইস্কুলের শিক্ষার্থীরাও। এই অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘ সহ অন্যরা যেন প্রতিবাদের অধিকারের বিরুদ্ধে সহিংসতা এবং যারা নিহত হয়েছেন তাদের মুত্যুর সুুষ্ঠু তদন্ত নিশ্চিতে তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন।
বিবৃতিতে ড. ইউনুস বলেন, বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য আমার এই আবেদন দেশের নাগরিক বা বিশ্ব নেতাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এজন্যই এ বিষয়ে স্বোচ্চার হওয়ার জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের কাছে আবদেন জানাচ্ছি। তিনি বলেন, অপ্রয়োজনীয় এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে আমার সাথে এই কন্ঠে স্বোচ্চার হতে আমি সারা বিশ্বে আমার শুভাকাঙ্খীদের প্রতি আহŸান জানাচ্ছি। আমরা সবাই স্বনির্ভর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই। এটাই আমাদের স্বপ্ন’।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দের কাছে ইউনূসের জরুরী আবেদন

প্রকাশের সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে শান্তিকে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বিশ্ব নেতৃবৃন্দের কাছে হত্যাকান্ড বন্ধ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবীতে এক জরুরী আবেদন জানিয়েছেন। রোববার (২১ জুলাই) ঢাকায় এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশী ছাত্র ও অন্যান্য নাগরিকদের দেশব্যাপী হত্যায় এবং রোববার ২২ জুলাই পর্যন্ত তিনদিনের চলমান কারফিউয়ে বাংলাদেশ এমন এক সংকটে নিমজ্জিত হয়েছে যা দিন দিনে অবনতির দিকে যাচ্ছে। ছাত্ররা এবং তাদের সাথে প্রতিবাদকারী অন্যরা, পুলিশ এবং বর্ডার গার্ড দ্বারা আক্রমণের শিকার হয়ে ২০০ জনেরও বেশি নিহত এবং ৭০০ জনের বেশী আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হতাহতদের মধ্যে রয়েছে হাইস্কুলের শিক্ষার্থীরাও। এই অবস্থায় বিশ্ব নেতৃবৃন্দ এবং জাতিসংঘ সহ অন্যরা যেন প্রতিবাদের অধিকারের বিরুদ্ধে সহিংসতা এবং যারা নিহত হয়েছেন তাদের মুত্যুর সুুষ্ঠু তদন্ত নিশ্চিতে তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসেন।
বিবৃতিতে ড. ইউনুস বলেন, বাংলাদেশে ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য আমার এই আবেদন দেশের নাগরিক বা বিশ্ব নেতাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এজন্যই এ বিষয়ে স্বোচ্চার হওয়ার জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘের কাছে আবদেন জানাচ্ছি। তিনি বলেন, অপ্রয়োজনীয় এই হত্যাযজ্ঞের অবসান ঘটাতে আমার সাথে এই কন্ঠে স্বোচ্চার হতে আমি সারা বিশ্বে আমার শুভাকাঙ্খীদের প্রতি আহŸান জানাচ্ছি। আমরা সবাই স্বনির্ভর, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে ফিরে যেতে চাই। এটাই আমাদের স্বপ্ন’।