নিউইয়র্ক ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারত, ঢাকার অবস্থান কত?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / ৯১ বার পঠিত

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি শহর। মেগাসিটি ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও রাজধানী দিল্লি বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এ ছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭৮ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ১ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

একই সময় একিউআই স্কোর ২৫৯ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ভারতের আরেকটি শহর কলকাতার অবস্থান এ সময়ে ছিল তৃতীয়। এ শহরের স্কোর ছিল ২৫৬। এ ছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ২১৫। আর পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এ শহরের স্কোর একই সময়ে ছিল ১৭৩। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। সূত্র : আমাদের সময়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারত, ঢাকার অবস্থান কত?

প্রকাশের সময় : ০৪:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি শহর। মেগাসিটি ঢাকার বাতাসেও নেই স্বস্তির খবর। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও রাজধানী দিল্লি বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এ ছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসেও রয়েছে স্বাস্থ্যঝুঁকি। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৭৮ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ১ নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

একই সময় একিউআই স্কোর ২৫৯ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ভারতের আরেকটি শহর কলকাতার অবস্থান এ সময়ে ছিল তৃতীয়। এ শহরের স্কোর ছিল ২৫৬। এ ছাড়া চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ২১৫। আর পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। এ শহরের স্কোর একই সময়ে ছিল ১৭৩। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। সূত্র : আমাদের সময়।