সহিংসতা ও বিরোধীদের ভয়ভীতি বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে: চার যুক্তরাষ্ট্রের সিনেটর
- প্রকাশের সময় : ০৩:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১০২ বার পঠিত
বাংলাদেশে ডেস্ক : বাংলাদেশের নির্বাচনে কয়েক লাখ মানুষের শান্তিপূর্ণ অংশগ্রহণ থাকলেও সহিংসতা এবং বিরোধী দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনের কারণে নির্বাচন এবং নির্বাচন–পূর্ববর্তী প্রক্রিয়া ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন চার যুক্তরাষ্ট্রের সিনেটর। নির্বাচনে প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়টিকেও দুঃখজনক বলে উল্লেখ করেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ ডিক ডারবিন, যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলি, টিম কেইন এবং পিটার ওয়েলচ এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। বুধবার ডিক ডারবিনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের সদস্য এবং নাগরিক সমাজের কর্মীরা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে, যা নির্বাচন-পূর্ববর্তী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অপব্যবহার বন্ধ করে গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিতের অঙ্গীকার পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটরেরা অর্থপূর্ণ সংলাপে বসার জন্য সব দলের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা সব দলকে উদ্বুদ্ধ করছি, তারা যেন অর্থপূর্ণ সংলাপে বসে, সহিংসতা পরিহারের প্রতিশ্রুতি দেয় এবং রাজনৈতিক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনে।’ নির্বাচন–পরবর্তী সময়ে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার চর্চার স্থানগুলোকে সুরক্ষিত রাখার ওপর বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। সূত্র : প্রথম আলো।