নিউইয়র্ক ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
  • / ১২৭ বার পঠিত

ইউএস এম্বাসি । ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান অস্থিস্তিশীল অবস্থার কারণে ঢাকায় থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (০৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিবৃতিতে এ সতর্কতা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার (০৩ আগস্ট) দূতাবাসের কর্মীরা কূটনৈতিক ঘেরাওয়ের মধ্যে চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে জাস্টিস শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।

প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং সমাবেশের আহ্বান অব্যাহত থাকতে পারে। আগামী রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হওয়া একটি ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের ডাকগুলোর জন্যও সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে ইউএস এম্বাসি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্ষোভের অপ্রত্যাশিত প্রকৃতি এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে, যুক্তরাষ্ট্র নাগরিকদের সতর্কতামূলক অনুশীলন করা উচিত এবং বিক্ষোভ এড়িয়ে চলা ছাড়াও যে কোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।

যদি অনিরাপদ বোধ করেন, যুক্তরাষ্ট্র নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। বাংলাদেশ বর্তমানে ‘ডু নট ট্রাভেল’ এর লেভেল ৪ এর ট্রাভেল অ্যাডভাইজারিতে রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন; স্থানীয় ঘটনাসহ আপনার চারপাশের সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ স্টেশনগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সূত্র: কালবেলা।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

প্রকাশের সময় : ০৬:৫৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে চলমান অস্থিস্তিশীল অবস্থার কারণে ঢাকায় থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (০৩ আগস্ট) ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিবৃতিতে এ সতর্কতা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আজ শনিবার (০৩ আগস্ট) দূতাবাসের কর্মীরা কূটনৈতিক ঘেরাওয়ের মধ্যে চলাচলে সীমাবদ্ধ এবং দুপুর ১২টা থেকে জাস্টিস শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়ানোর জন্য সতর্ক করা হয়েছে।

প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এবং সমাবেশের আহ্বান অব্যাহত থাকতে পারে। আগামী রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হওয়া একটি ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের ডাকগুলোর জন্যও সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে ইউএস এম্বাসি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্ষোভের অপ্রত্যাশিত প্রকৃতি এবং সরকারের প্রতিক্রিয়ার কারণে, যুক্তরাষ্ট্র নাগরিকদের সতর্কতামূলক অনুশীলন করা উচিত এবং বিক্ষোভ এড়িয়ে চলা ছাড়াও যে কোনো বড় সমাবেশে সতর্ক থাকা উচিত।

যদি অনিরাপদ বোধ করেন, যুক্তরাষ্ট্র নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। বাংলাদেশ বর্তমানে ‘ডু নট ট্রাভেল’ এর লেভেল ৪ এর ট্রাভেল অ্যাডভাইজারিতে রয়েছে। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন; স্থানীয় ঘটনাসহ আপনার চারপাশের সম্পর্কে সচেতন থাকুন এবং আপডেটের জন্য স্থানীয় সংবাদ স্টেশনগুলো পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সূত্র: কালবেলা।