নিউইয়র্ক ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে : মঈন খান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৫৯ বার পঠিত

ক্ষমতার জন্য নয়, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তাকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন মঈন খান। মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি এই নেতা বলেন, সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। নির্যাতন করে কোনো স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না।

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটনা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ জানিয়ে মঈন খান বলেন, সাধারণ মানুষের কথা সরকার ভাবে না বলেই দ্রব্যমূল্য আকাশচুম্বী। সূত্র : ঢাকা মেইল

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে : মঈন খান

প্রকাশের সময় : ০৪:৫১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

ক্ষমতার জন্য নয়, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

বুধবার (১৩ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর বাসায় তাকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন মঈন খান। মঈন খান বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি এই নেতা বলেন, সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। নির্যাতন করে কোনো স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না।

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটনা হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ জানিয়ে মঈন খান বলেন, সাধারণ মানুষের কথা সরকার ভাবে না বলেই দ্রব্যমূল্য আকাশচুম্বী। সূত্র : ঢাকা মেইল

হককথা/নাছরিন