নিউইয়র্ক ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশিদের জন্য ইউরোপের আরেক দেশের দুয়ার খুলছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৪৪ বার পঠিত

বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলছে ইউরোপের আরেক দেশে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউযোনোব।

বৈঠক শেষে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নিবে। সেটার ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্কটাকে বৃদ্ধি করা ও এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।’

জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চান তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।’ সূত্র : কালবেলা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য ইউরোপের আরেক দেশের দুয়ার খুলছে

প্রকাশের সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪

বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলছে ইউরোপের আরেক দেশে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউযোনোব।

বৈঠক শেষে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নিবে। সেটার ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্কটাকে বৃদ্ধি করা ও এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায় সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।’

জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চান তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কি পদ্ধতিতে তারা কর্মী নিবে তা এখনো নির্ধারণ করা হয়নি।’ সূত্র : কালবেলা।