বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
- প্রকাশের সময় : ১০:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৪৩ বার পঠিত
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু লম্বা সময় পেরিয়ে গেলেও এখনো এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বসতে না পারার কারণেই রিপোর্ট পেতে দেরি হচ্ছে। তবে তদন্তের কাজ শেষ করতে সিলেটে এসেছেন তদন্ত কমিটির তিন সদস্য। কয়েক মাস ধরে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তদন্ত কমিটির প্রতিনিধি দলের।
সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে সাকিবের রংপুর রাইডার্সের কোনও খেলা নেই। তাই এ দিনটিকে বেছে নিয়েছেন এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির বিশেষ কমিটি। কমিটির অপর দুই সদস্য বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। শুধু সাকিব নয়, তামিম ইকবালের সঙ্গেও তারা বসবেন। সোমবার সকালে সিরাজ-আকরামরা হোটেলে এসে পৌঁছেছেন। এরপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিসিবির বোর্ড সভায় রিপোর্ট পর্যালোচনা করে আসবে সিদ্ধান্ত। সূত্র : যুগান্তর।