নিউইয়র্ক ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে: নজরুল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৩৬ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, নিরাপদে বেঁচে থাকার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে। তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।

শনিবার রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকার ২ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপির ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন আটটিতে ইফতার ও আলোচনা সভা হয়। ইফতারে সংগঠনের সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেন।

জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলে তারা ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে বিজয় আসবেই।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : সমকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে: নজরুল

প্রকাশের সময় : ০২:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, নিরাপদে বেঁচে থাকার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে। তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।

শনিবার রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকার ২ ও ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপির ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন আটটিতে ইফতার ও আলোচনা সভা হয়। ইফতারে সংগঠনের সদস্য সচিব আমিনুল হক বক্তব্য দেন।

জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলে তারা ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের এই আন্দোলনে বিজয় আসবেই।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র : সমকাল।