নিউইয়র্ক ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইন্টারনেট বন্ধ করায় অর্থনৈতিক ক্ষতির শীর্ষে পাকিস্তান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পঠিত

আন্দোলন দমাতে ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সামাজিকমাধ্যম ব্যবহার সীমিত করার কারণে অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি ১৬২ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে যা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান।

টপটেন ভিপিএনের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএনের এই প্রতিবেদনে শুধুমাত্র কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ বা বিভ্রাট ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়।

খবরে বলা হয়, টপটেন ভিপিএন.কম অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০২৪ সালে নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ৯ হাজার ৭৩৫ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন।

এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স বন্ধ করার ফলে ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ফলে ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।

টপটেন ভিপিএন.কম অনুসন্ধান করে জানতে পেরেছে, বিগত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘন্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। সূত্র : দেশ রূপান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইন্টারনেট বন্ধ করায় অর্থনৈতিক ক্ষতির শীর্ষে পাকিস্তান

প্রকাশের সময় : ০৩:৪৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আন্দোলন দমাতে ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সামাজিকমাধ্যম ব্যবহার সীমিত করার কারণে অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি ১৬২ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে যা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান।

টপটেন ভিপিএনের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএনের এই প্রতিবেদনে শুধুমাত্র কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ বা বিভ্রাট ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়।

খবরে বলা হয়, টপটেন ভিপিএন.কম অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০২৪ সালে নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ৯ হাজার ৭৩৫ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন।

এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স বন্ধ করার ফলে ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার ফলে ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।

টপটেন ভিপিএন.কম অনুসন্ধান করে জানতে পেরেছে, বিগত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘন্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। সূত্র : দেশ রূপান্তর।