বাইডেন প্রশাসনের বড় দায়িত্বে বাংলাদেশি ওসমান সিদ্দিক
- প্রকাশের সময় : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৪৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) বা জাতীয় নিরাপত্তা শিক্ষা বোর্ডের সদস্য হয়েছেন এম ওসমান সিদ্দিক।
সাবেক রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের রাজনীতিক এম. ওসমান সিদ্দিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তিনি বিএনপি জোট সরকারের শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের ছোট ভাই। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গণির সন্তান।
ওসমান সিদ্দিক যে বোর্ডের সদস্য হয়েছেন সেই বোর্ডের চেয়ারম্যান হলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি এর স্থায়ী সদস্যদের মধ্যে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা বিষয়ক পরিচালক এবং ন্যাশনাল এনডোমেন্টস ফর হিউম্যানিটির চেয়ারপারসন ও অন্যরা। এই পরিষদে আরও ছয় জনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। তারা মার্কিন সরকারের কেন্দ্রীয় কোনো কর্মকর্তা বা চাকরিজীবী নন।
গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়ায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এম. ওসমান সিদ্দিক বলেন, এই অভিজাত প্রতিষ্ঠানের অন্যতম বোর্ড সদস্য হিসেবে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এজন্য আমি সম্মানিত। সূত্র : ঢাকা মেইল
হককথা/নাছরিন