‘ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে এনবিআর, সরকারের হাত নেই’
- প্রকাশের সময় : ০৪:৪০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৯ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ড. ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে পারি, প্রথম কথা হচ্ছে— ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড) ইউনূসের বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। সুতরাং এগুলো সরকারের কোনো হাত নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেল থেকে মুক্তি পেয়েই বলেছেন— আন্দোলন চলবে। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা নির্বাচন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন, মানুষের অংশগ্রহণ দেখেছেন। মানুষ এখন শেখ হাসিনার উন্নয়নের কাজগুলোর দিকেই মনোযোগ দিচ্ছে। আর বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, তাই তারা আন্দোলন করার চেষ্টা করুক।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। সন্ধ্যায় আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে মন্ত্রীর। সূত্র : যুগান্তর
হককথা/নাছরিন