নিউইয়র্ক ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নির্বাচনের আগে ‘কারাগারে’ বৈঠক, যা জানালেন মির্জা ফখরুল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫৬ বার পঠিত

ফাইল ছবি

বাংলাদেশ ডেস্ক : গত ২৮ অক্টোবরের বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে বিএনপির সিনিয়র নেতারা কারাগারে থাকার সময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের গুঞ্জন ওঠে। সেখানে নানা প্রলোভনের খবর চাউর হয় রাজনীতিক মহলে। বিশেষ করে কারাগার থেকে বের হয়েই বিএনপির সাবেক সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেন।

তবে কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে সরকারের কোনো ‘প্রতিনিধি’র সঙ্গে বৈঠক হয়নি।
তিনি বলেছেন, কারাগারে আমার সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক ইস্যুতে কারও কোনো বৈঠক হয়নি। কেউ সাক্ষাৎও করেননি।

তিনি বলেছেন, বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে, সে ব্যাপারে সরকার আগে থেকেই নানা পরিকল্পনা গ্রহণ করে রেখেছিল। সে জন্য সংলাপের প্রস্তাবও নাকচ করে দিয়েছে। আর সমঝোতা করতে চাইলে গ্রেফতারের আগেই করতেন বলে জানান বিএনপি মহাসচিব।

একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি দমননীতি পরিহার না করে, দেশে উগ্রবাদীরা সুযোগ নেবে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। পরে মন্ত্রিসভা গঠন করে সংসদের প্রথম অধিবেশনও অনুষ্ঠিত হয়েছে। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নির্বাচনের আগে ‘কারাগারে’ বৈঠক, যা জানালেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৪:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ ডেস্ক : গত ২৮ অক্টোবরের বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে বিএনপির সিনিয়র নেতারা কারাগারে থাকার সময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপি নেতাদের সঙ্গে একাধিক বৈঠকের গুঞ্জন ওঠে। সেখানে নানা প্রলোভনের খবর চাউর হয় রাজনীতিক মহলে। বিশেষ করে কারাগার থেকে বের হয়েই বিএনপির সাবেক সিনিয়র নেতা ব্যারিস্টার শাহজাহান আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকার টিকিট নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেন।

তবে কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেছেন, বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে সরকারের কোনো ‘প্রতিনিধি’র সঙ্গে বৈঠক হয়নি।
তিনি বলেছেন, কারাগারে আমার সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক ইস্যুতে কারও কোনো বৈঠক হয়নি। কেউ সাক্ষাৎও করেননি।

তিনি বলেছেন, বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে, সে ব্যাপারে সরকার আগে থেকেই নানা পরিকল্পনা গ্রহণ করে রেখেছিল। সে জন্য সংলাপের প্রস্তাবও নাকচ করে দিয়েছে। আর সমঝোতা করতে চাইলে গ্রেফতারের আগেই করতেন বলে জানান বিএনপি মহাসচিব।

একই সঙ্গে তিনি বলেন, সরকার যদি দমননীতি পরিহার না করে, দেশে উগ্রবাদীরা সুযোগ নেবে। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

বিএনপি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। পরে মন্ত্রিসভা গঠন করে সংসদের প্রথম অধিবেশনও অনুষ্ঠিত হয়েছে। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন