নিউইয়র্ক ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টিউলিপের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউর চিঠি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ৩৮ বার পঠিত

যুক্তরাজ্যের সিটি মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

টিউলিপ, তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও মা শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ। এর আগে, বিএফআইইউ শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চেয়েছিল।

চিঠিতে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ সব ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এর ফলে যুক্তরাজ্যে বেশ চাপের মুখে রয়েছেন টিউলিপ। দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগও দাবি করছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের ওপর তার আস্থা রয়েছে। এর পাশাপাশি ব্রিটিশ সরকারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিষয়টি খতিয়ে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : যুগান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টিউলিপের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউর চিঠি

প্রকাশের সময় : ১১:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

যুক্তরাজ্যের সিটি মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

টিউলিপ, তার ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও মা শেখ রেহানার অ্যাকাউন্টের তথ্য চেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সবগুলো ব্যাংককে চিঠি দিয়েছে বিএফআইইউ। এর আগে, বিএফআইইউ শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য চেয়েছিল।

চিঠিতে তাদের লেনদেনের রেকর্ড, অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ সব ধরনের তথ্য দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

এর ফলে যুক্তরাজ্যে বেশ চাপের মুখে রয়েছেন টিউলিপ। দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগও দাবি করছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, টিউলিপের ওপর তার আস্থা রয়েছে। এর পাশাপাশি ব্রিটিশ সরকারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিষয়টি খতিয়ে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : যুগান্তর।