নিউইয়র্ক ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

একতরফা নির্বাচনের প্রতিবাদে রাজধানীতে জেএসডির বিক্ষোভ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ৬২ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : একতরফা নির্বাচন বাতিলের দাবিতে শনিবার সকালে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর কালভার্ট রোড হয়ে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সরকারের তিনটি বিষয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। তাহলো- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন, ‘রাতের ভোটের’ নির্বাচন ও ‘ডামি’ নির্বাচন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়বে।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন- জেএসডির সহ-সভাপতি কেএম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এমএ আউয়াল, মোহাম্মদ মোশতাক প্রমুখ। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

একতরফা নির্বাচনের প্রতিবাদে রাজধানীতে জেএসডির বিক্ষোভ

প্রকাশের সময় : ০৭:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ ডেস্ক : একতরফা নির্বাচন বাতিলের দাবিতে শনিবার সকালে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর কালভার্ট রোড হয়ে প্রেস ক্লাব গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বর্তমান সরকারের তিনটি বিষয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। তাহলো- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ নির্বাচন, ‘রাতের ভোটের’ নির্বাচন ও ‘ডামি’ নির্বাচন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংকট আরও ঘনীভূত হবে, দেশ বৈশ্বিক জটিলতায় জড়িয়ে পড়বে।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া মুক্তিযুদ্ধের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে না।

মিছিলে উপস্থিত ছিলেন- জেএসডির সহ-সভাপতি কেএম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, কামাল উদ্দিন মজুমদার সাজু, আবদুল মান্নান মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, এমএ আউয়াল, মোহাম্মদ মোশতাক প্রমুখ। সূত্র : যুগান্তর

হককথা/নাছরিন